অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের ২৭তম বিজ্ঞান আড্ডা। গত ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এ আড্ডা। এবারের আড্ডার বিষয় ছিল দুটো। প্রথম ভাগে ছিল দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রপাতি কীভাবে কাজ করে, সে সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানানো এবং বিদ্যুতের সঠিক ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন করা। এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল অনুষদের শিক্ষার্থী শেখ তারিফুল ইসলাম তসফিক। আলোচনার দ্বিতীয় ভাগে ছিল একজন মানুষ কীভাবে বিভিন্ন ধরনের অভ্যাস গড়ে তোলে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা। এ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিফতি আল জাবেদ।
আলোচনা ছাড়াও একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াইশর বেশি শিক্ষার্থী। কুইজ প্রতিযোগিতা শেষে কুইজের প্রশ্নগুলোর উত্তর বলে দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রাবিয়াহ মাহজাবীন।
সবশেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ক্লাবের সহসভাপতি সিরাজাম মুনির, এস এম উমায়ের তুসান ও আনোয়ার হোসেন আদিব (সাংগঠনিক সম্পাদক)। পুরস্কার হিসেবে মাসিক বিজ্ঞানচিন্তার এপ্রিল ২০২২ সংখ্যাটি দেওয়া হয়। ক্লাবের বর্তমান ও প্রাক্তন মেন্টররা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস কাজ করেছেন।
আড্ডা শেষে শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে তারা জানায়, তারা বেশ উৎফুল্ল। পাশাপাশি তারা প্রতিমাসে এমন আড্ডা আয়োজন করার অনুরোধ করে, যেন বিজ্ঞানের মজাদার দিকগুলো সম্পর্কে জানতে পারে ও দেশের উন্নয়নে বিজ্ঞানকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।