কুমিল্লা ও খুলনা গণিত উৎসবের আঞ্চলিক পর্ব শনিবার

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গণিত উৎসবে পরীক্ষার্থী।ছবি: ফাইল ছবি

চলছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২২তম আসরের আঞ্চলিক পর্ব। আগামীকাল ৩ ফেব্রুয়ারি, শনিবার এ উৎসবের আঞ্চলিক পর্ব আয়োজিত হবে কুমিল্লা ও খুলনায়। কুমিল্লার উৎসব আয়োজিত হবে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। আর খুলনার উৎসব আয়োজিত হবে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। চলবে ১ ঘণ্টা।

কুমিল্লা আঞ্চলিক উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আর খুলনা আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার শিক্ষার্থীরা।

পরীক্ষার হলে যাওয়ার আগে যা যা জানতে হবে

১. শুধু অনলাইন বাছাই পর্বে নির্বাচিতরা আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।

২. শিক্ষার্থীকে অবশ্যই  নির্দিষ্ট  সময়ে নির্ধারিত ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত ভেন্যু ছাড়া অন্য কোনো ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।

৩. উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় এবং পরীক্ষা সকাল ৯টা ৪৫মিনিটে শুরু হবে।

৪. পরীক্ষার সময় ১ ঘণ্টা।

৫. পরীক্ষার সময় মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, চাঁদা ও কম্পাস ব্যবহার করা যাবে না।

৬. পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।

৭. মেইলে পাঠানো প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।

৮. শিক্ষার্থীকে নিজ স্কুলের ২০২৩ অথবা ২০২৪ সালের আইডি কার্ড/বেতন রসিদ/ভর্তির রসিদ/প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র হিসেবে সঙ্গে নিয়ে আসতে হবে।

৯. অবশ্যই ২০২৩ সালের ডিসেম্বর মাসে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়ার তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছে, সেই তথ্যের সঙ্গে প্রমাণপত্রের মিল থাকতে হবে। অন্যথায় তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

১০. শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরে আসতে অনুপ্রাণিত করা হচ্ছে।

১১. শিক্ষার্থীদের আসা-যাওয়াসহ যাবতীয় খরচ নিজেকে বহন করতে হবে। 

এর আগে, ১৯ জানুয়ারি সারাদেশে অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব আয়োজিত হয়। সেখান থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে আয়োজিত হচ্ছে ১৮টি আঞ্চলিক গণিত উৎসব। ইতিমধ্যে ৭টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি কুষ্টিয়া ও রংপুরের আঞ্চলিক উৎসবের মাধ্যমে শুরু হয় আঞ্চলিক অলিম্পিয়াড। ২৭ জানুয়ারি আঞ্চলিক পর্ব আয়োজিত হয়েছে দিনাজপুর ও গাজীপুর। নারায়ণগঞ্জ আঞ্চলিক উৎসব সম্পন্ন হয়েছে ২৯ জানুয়ারি। আর ফরিদপুর ও চট্টগ্রাম আঞ্চলিক উৎসব সম্পন্ন হয়েছে ২ ফেব্রুয়ারি। বাকি আঞ্চলিক উৎসবগুলোর সূচী নিচে দেখে নিন একনজরে—

৯ ফেব্রুয়ারি: রাজশাহী ও ময়মনসিংহ

১০ ফেব্রুয়ারি: বগুড়া ও বরিশাল

১৭ ফেব্রুয়ারি: নরসিংদী ও যশোর

২৩ ফেব্রুয়ারি: ফেনী

২৩ ফেব্রুয়ারি: সিলেট

ঢাকা আঞ্চলিক উৎসবের সূচী ও তথ্য পরে জানানো হবে।

ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সহযোগিতায় গণিত অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান)। বাংলা ও ইংরেজি—দুটি মাধ্যমের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সহযোগিতায় গণিত অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, অফি‌সিয়াল ফেসবুক পেজ: facebook.com/BdMOC এবং গ্রুপে: facebook.com/groups/BdMOC