জিন এডিটিং নিয়ে কর্মশালা

বিজ্ঞানের প্রতি তরুণদের আরও বেশি আগ্রহী করতে অনুষ্ঠিত হলো জিন সম্পাদনায় বিজ্ঞান যোগাযোগ শীর্ষক কর্মশালা। ৩ নভেম্বর, শনিবার ফার্মিং ফিউচার বাংলাদেশ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেক ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক আরিফ হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এম তোফাজ্জল ইসলাম।

আরিফ হোসেন জানান, ‘খাদ্যের গুণগত মানবৃদ্ধিসহ ফলনের পরিমাণ বাড়ানো এবং বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যয় হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখছে জৈবপ্রযুক্তি। সে কারণে বাংলাদেশে নিরাপদ এবং টেকসই খাদ্য সুরক্ষার জন্য আধুনিক কৃষি উদ্ভাবনের সুবিধা সম্পর্কে জনসাধারণকে আরও স্বচ্ছ ধারণা দিতে হবে। তাঁদেরকে প্রমাণভিত্তিক বৈজ্ঞানিক তথ্য সরবরাহে ফার্মিং ফিউচার বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’

কর্মশালায় কয়েকটি সেশনে পর্যায়ক্রমে বিজ্ঞানভিত্তিক বার্তা, কৃষিতে জিন এডিটিং বা জিন সম্পাদনার ভূমিকা, প্রযুক্তির ব্যবহার এবং এর বিকাশে তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক সেশনের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক যোগাযোগের প্রয়োজনীয়তা, কাঙ্খিত জনগোষ্ঠির কাছে বিজ্ঞান সম্পর্কিত তথ্য সহজে উপস্থাপন এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ফার্মিং ফিউচার বাংলাদেশের মূল লক্ষ্য, বাংলাদেশে জৈবপ্রযুক্তিসহ আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক সচেতনতা বাড়ানো। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল অ্যালায়েন্স ফর সাইন্স’-এর পৃষ্ঠপোষকতায় জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ফার্মিং ফিউচার বাংলাদেশ।