এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জাতীয় পর্ব শেষ হলো। ৪ অক্টোবর, শুক্রবার রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত হয় এ অলিম্পিয়াড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইসার মোহাম্মদ ফরাসউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই ইউনিভার্সিটির ভিসি শামস রহমান ও প্রো ভিসি আশিক মোসাদ্দেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।
সকাল ১০টায় শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে রিপোর্ট করে। পরীক্ষা শুরু হয়য় ১১টায়। এক ঘণ্টা পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ২টা পর্যন্ত সময় কাটায় বিজ্ঞান প্রদর্শনীতে। তারপর দুপুরের বিরতি শেষে ৩টায় শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য ১০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৫-১৩ জুলাই পর্যন্ত ৯ অঞ্চলে আয়োজিত হয় আঞ্চলিক পর্ব। তারপর দেশে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কিছুদিন বিরতি দিয়ে ৬ সেপ্টেম্বর আয়োজিত হয় শেষ আঞ্চলিক পর্ব।
শিক্ষার্থীরা মোট দুটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। ১৪-১৫ বছর বয়সী শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে ও ১৬-১৮ বছর বয়সীরা সিনিয়র ক্যাটাগরিতে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে জুনিয়র ক্যাটাগরিতে ১৫ জন ও সিনিয়র ক্যাটাগরিতে ১৭ জন সহ মোট ৩২ জনকে বাছাই করা হয়। এদের মধ্য থেকে ক্যাম্প করে দুই ক্যাটাগরিতে মোট ১০ জন বাছাই করা হবে। এই ক্যাম্প পরিচালনা করবেন বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর প্রকৌশলী সুকল্যাণ বাছাড়। বাছাইকৃত সেই ১০ জনই আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এবার আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াড আয়োজিত বাংলাদেশের কক্সবাজারে। আগামী ৮-১৬ নভেম্বর এ অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে।
এর আগে শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য ১০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৫-১৩ জুলাই পর্যন্ত ৯ অঞ্চলে আয়োজিত হয় আঞ্চলিক পর্ব। তারপর দেশে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কিছুদিন বিরতি দিয়ে ৬ সেপ্টেম্বর আয়োজিত হয় শেষ আঞ্চলিক পর্ব। মোট ১০টি আঞ্চলিক পর্ব শেষে সারা দেশ থেকে ৫০০ শিক্ষার্থী বাছাই করা হয়।
এ অলিম্পিয়াড আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আয়োজনে সহযোগিতা করছে সিটি ব্যাংক, প্রথম আলো, ব্র্যাক ব্যাংক, লিঙ্ক-৩, ট্যুরিজম বোর্ড, বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাস, শো অ্যান্ড টেল, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টেলিভিশন।