শেষ হলো ওয়ার্ল্ড রোবটিকস চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্ব

অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবটিকস চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্ব। ৮ ও ৯ মার্চ, শুক্র ও শনিবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত হয় দুই দিনব্যাপী এ আসর। জাতীয় পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ৮ম ওয়ার্ল্ড রোবটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপচার্য অধ্যাপক মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম খান, ব্রেইনস্টেশনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মায়নুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক এম মেসবাহউদ্দীন সরকার ও ফনা ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

‘আমরা কী কাজে রোবট বানাচ্ছি এবং কোন খাতে তা ব্যবহার করবো, সেটা প্রথমে জানতে হবে। কারণ শুধু দেখানোর জন্য আমরা রোবট বানাবো না। বরং রোবট বাজারজাত করতে হবে। সেজন্য আনুসাঙ্গিক সব বিভাগের মানুষদের নিয়ে কাজ করতে হবে।’
মো. আব্দুর রহমান, উপ-উপচার্য , এআইইউবি

শহীদুল ইসলাম খান বলেন, ‘শুধু শহরের শিক্ষার্থীরা রোবট বানাতে পারলেই হবে না, গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।’

রাইসুল কবির বলেন, ‘রোবট বানানোর কাজ শিখে বিদেশে পাড়ি জমালে কিন্তু দেশের কোনো উপকার হবে না। দেশেও এখন অনেক সুযোগ আছে। সেগুলো তোমরা কাজে লাগাতে পারো।’

প্রতিযোগিতায় মোট ৭টি ক্যাটাগরিতে ১১২ ক্লাবের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। ক্যাটাগরিগুলো হলো রোবো সকার, রোবো রেস, ফাস্টেস্ট লাইন ফলোয়ার, ইনোভেশান কন্টেস্ট, বটস কমব্যাট, বিজনেস কেস কম্পিটিশান এবং এড মেকিং চ্যালেঞ্জ।

জাতীয় পর্বে ৭ ক্যাটাগরিতে মোট ১৪ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় মেডাল, সার্টিফিকেট ও নগদ টাকার চেক। এ অলিম্পিয়াডে সেরা ক্লাব নির্বাচিত হয়েছে 'পিএইউ রোবটিকস ক্লাব'।

রোবো রেস সেগমেন্টে চ্যাম্পিয়ন 'পিএইউ রোবোটিক্স ক্লাব’। এ ক্লাবের সদস্যরা হলেন মো. মোবাশ্বিরুল ইসলাম, মো. আসিফুর রহমান, শাহাদাত, মৌসুমী, ইসরাত জাহান ও নুসরাত জাহান।

বট কমবেট সেগমেন্টে চ্যাম্পিয়ন ‘টিম কাকতাড়ুয়া’। মৃদুল হাসান, বায়েজিদ, মো. আশিকুর রহমান, আবু আনাস, মো. নাহিদ হোসাইন, সায়েদ, নাদিম, মওদুদ আহমেদ, মো. রিজওয়ান ও তাবাসসুম বাঁধন এ ক্লাবের সদস্য।

ফাস্টেস্ট লাইন ফলোয়ার সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব ‘পিএইউ রোবোটিক্স ক্লাব’,ক্লাবের প্রতিযোগীগণ হলেন-সাইফুল ইসলাম তুহিন,নাজিম মোল্লা ও তানভীর আহমেদ।

রোবো সকার সেগমেন্টে চ্যাম্পিয়ন ‘এএফকে ইন্টারসেপ্টর’ ক্লাব। এই ক্লাবের সদস্যরা হলেন শেখ সাইফ সিমরান, সিয়াম তাহসিন ভূঁইয়া, শুভ্র সৌরভ সরকার, ইয়ামিন জান্নাত, সামিউল হক, মো. রাহাত আল-মামুন, মো. রায়হান হোসাইন, ফাতিন ইশরাক ও সুমাইয়া রশিদ।

ইনোভেশন সেগমেন্টে চ্যাম্পিয়ন 'টিম অরোরা’। রামিন মেহরান, মাহফুজা ইয়াসমিন, স্নেহাশিস সাহা, শাহরিয়ার মাসুদ, এমওবি জিহাদ, তনয় বনিক, পলক পোদ্দার, রাতুল হাসান, শাহিনুজ্জামান সানিম ও সাদিয়া মোবাশ্বিরা এ টিমের সদস্য।

বিজনেস কেস কম্পিটিশন সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘হাইওয়ে টু হেভেন’। এই দলে রয়েছেন মোহাইমেনুল সোলাইমান, নোমান কিবরিয়া ও শিহাব মাহমুদ।

এড মেকিং চ্যালেঞ্জ সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘রোবোরিলস’। ফারদিনা রাব্বি, আব্দুল্লাহ বিন মাহমুদ, আসাফ মাহমুদ, আমর ইউসুফ, আহনাফ আলী, অন্যন্যা আফরোজ, মুনতাসির হক, আহনাফ হোসাইন, শ্রাবন্তী খান ও ফারিহা আহির এ দলের সদস্য।

এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ফ্রন্টেক লিমিটেড। সহ আয়োজক হিসেবে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর রোবটিকস অ্যান্ড অটোমেশান। সহযোগী হিসেবে রয়েছে ব্রেইনস্টেশান২৩, আমারপে, ফনা ইনফোটেক, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এবং জেআরসি বোর্ড। এ আয়োজনের অ্যাসোসিয়েট সহযোগী প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। টিভি সহযোগী দীপ্ত টিভি, স্ট্রাটেজিক পার্টনার জাদুপিসি এবং রেডিও সহযোগী ঢাকা এফএম ৯০.৪। ইনোভেশন সহযোগী বাংলাদেশ ইনোভেশন ফোরাম। এডটেক সহযোগী হিসেবে ফারহানা’স ব্রেইনস্টেশান এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিং পার্টনার হিসেবে রয়েছে রেড মাউস। বেভারেজ পার্টনার ট্রান্সকম বেভারেজ লিমিটেড।