শেষ হলো ক্যাম-সাস্টের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

কোডিংনির্ভর জ্যোতির্বিজ্ঞানবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীর একাংশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কোডিংনির্ভর জ্যোতির্বিজ্ঞানবিষয়ক কর্মশালা। গত ৪ এপ্রিল, বৃহস্পতিবার এ কর্মশালায় অনুষ্ঠিত হ্যাকাথনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ৮ ও ৯ মার্চ আয়োজিত হয় দুই দিনের কর্মশালা। পাশাপাশি ১১ মার্চ ক্যাম-সাস্ট রিসার্চ অ্যান্ড প্রজেক্ট সেক্টরের অধীনে অনুষ্ঠিত হয় ৪৮ ঘন্টার ভার্চ্যুয়াল হ্যাকাথন।

হ্যাকাথনে অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞানের নানা সমস্যা সমাধান করেন। সর্বোচ্চ তিন সদস্যের সাতটি দল এতে অংশ নেয়। এ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন শাবিপ্রবির তিন শিক্ষার্থী—রন্তিদেব রায়, সুপ্ত দাস ও শিহাব চৌধুরি। তাদের দলের নাম অ্যাস্ট্রোম্যানিয়াক। রানার আপ হয়েছেন শাবিপ্রবির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আশরাফুল আলম। তাদের দলের নাম সিগনাস এক্স-১ (Cygnus X-1)।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কোডিংনির্ভর জ্যোতির্বিজ্ঞানবিষয়ক কর্মশালা। গত ৪ এপ্রিল, বৃহস্পতিবার এ কর্মশালায় অনুষ্ঠিত হ্যাকাথনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ৮ ও ৯ মার্চ আয়োজিত হয় দুই দিনের কর্মশালা।

এ  কর্মশালায় আসন সংখ্যা ছিল ত্রিশটি। দুই ধাপে চলে অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া। চূড়ান্ত ধাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ত্রিশ শিক্ষার্থী। এতে টেলিস্কোপের ছবি থেকে গ্রহাণু খুঁজে বের করা, লেন্সিং গ্যালাক্সির মডেলিং, জ্যোতির্বিজ্ঞানের ছবিতে থাকা বিভিন্ন ধরনের নয়েজ রিডাকশন (অপ্রয়োজনীয় তথ্য সরানো) ও পাইথন প্রোগামিং ভাষার মৌলিক বিষয়গুলো হাতেকলমে শেখানো হয়েছে। প্রশিক্ষক হিসেবে ছিলেন শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সোলাইমান হোসেন ও আহমাদ আল-ইমতিয়াজ। লেন্সিং গ্যালাক্সির মডেলিং ও জ্যোতির্বিজ্ঞানের ছবিতে থাকা বিভিন্ন ধরনের নয়েজ রিডাকশন নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা। অ্যাস্ট্রোমেট্রিকা সফটওয়্যার ব্যবহার করে গ্রহাণু খুঁজে বের করার পদ্ধতি শেখান চঞ্চল কুমার রায়। জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত পাইথন প্রোগ্রামিং ভাষার মৌলিক বিষয়গুলো শিখিয়েছেন কে. এম. শরীয়াত উল্লাহ। কনভেনর ছিলেন ক্যাম-সাস্টের অ্যাসিস্টেন্ট রিসার্চ অ্যান্ড প্রজেক্ট সেক্রেটারি আকিব হাসান।

এ কর্মশালা আয়োজন করে কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অব সাস্ট (ক্যাম-সাস্ট)। শাবিপ্রবির এ সংগঠন গঠিত হয় ২০১২ সালে। জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক বিভিন্ন কর্মযজ্ঞে অংশ নেন। এটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। নিয়মিত পাঠচক্র, আকাশ পর্যবেক্ষণ, কর্মশালা ও নানা সেমিনার আয়োজন করে তারা।

এ কর্মশালার ম্যাগাজিন পার্টনার ছিল বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।