বরিশালে চলছে বিজ্ঞান উৎসব

ছবি: মো. সাইয়ান

বরিশাল বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব চলছে। আজ শনিবার সকাল ১০টায় এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পর্দা ওঠে এ উৎসবের। উৎসবে উপস্থিত রয়েছেন বরিশালের বরেণ্য অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদেরা।

সকাল সাড়ে সাড়ে ৮টা থেকে বরিশালের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে। শীতকে পরোয়া না করে ছুটে আসছে একেকজন খুদে বিজ্ঞানী। কয়েকজন মিলে নিয়ে আসছে বিভিন্ন ধরনের প্রজেক্ট। কেউ এসেছে শুধু কলম হাতে। সবাই নিজের সৃষ্টিশীলতা দেখাতে চায়। কেউ কুইজ প্রতিযোগিতায় চিন্তাশীল সব প্রশ্নের সঠিক দিয়ে, আর কেউ তাক লাগিয়ে দেওয়া প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে।

নির্ধারিত সময়ের মধ্যেই সবাই কলেজ মাঠে উপস্থিত। প্রতিবারের মতো জাতীয় সঙ্গীতের জন্য লাইন ধরে দাঁড়ায় শিক্ষার্থীরা। উৎসবের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন এবং উৎসবের পতাকা উত্তোলন করেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।

জাতীয় সঙ্গীতের জন্য লাইন ধরে দাঁড়ায় শিক্ষার্থীরা
ছবি: মো. সাইয়ান
জাতীয় পতাকা ও বিজ্ঞান উৎসবের পতাকা উত্তোলন করেন অতিথিরা
ছবি: মো. সাইয়ান

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. মো. খোরশেদ আলম এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির, অ্যাসিট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম. জসীমউদ্দিন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও উচ্ছ্বাস তৌসিফ।

পতাকা উত্তোলন শেষে স্বাগত বক্তব্যে এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, 'বিজ্ঞান উৎসব আয়োজন করতে পেরে আমরা ধন্য। এই উৎসবে আজকে যারা আসছে, তারাই আগামীদিনের ভবিষ্যৎ। তোমাদের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।'

বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়
ছবি: মো. সাইয়ান
‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান সামনে রেখে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক উৎসব। ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও খুলনায় বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলিক পর্বের মাধ্যমে শেষ হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব।
নিজস্ব উদ্ভাবন নিয়ে বিজ্ঞান উৎসবে এসেছে খুদে বিজ্ঞানীরা
ছবি: মো. সাইয়ান

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম. জসীমউদ্দিন বলেন, 'চতুর্থ শিল্পবিপ্লবের অংশ আজকের এই আয়োজন। এই শীতের সকালে তোমরা অনেক কষ্ট করে এসেছ। আজকের অতিথি, আয়োজক এবং সর্বপরি শিক্ষার্থীদের ধন্যবাদ।'

বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির বলেন, 'আমাদের বাচ্চারা যেন বিজ্ঞানমনস্ক হয়, দেশ এবং বিদেশে বিজ্ঞানের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, সেই উদ্দেশ্যেই বিকাশ ও বিজ্ঞানচিন্তা মিলে এই উৎসবের আয়োজন করছে। তোমরা শিক্ষার্থীরা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ, এজন্য তোমাদের সাধুবাদ জানাই। তোমরা বিশ্বনাগরিক হবে, দেশকে এগিয়ে নেবে নিজেদের মেধা-মনন ও মনোবল এবং প্রবল উদ্যোমে, এটাই আমাদের প্রত্যাশা। তোমরাই হবে এদেশের একেকজন সুনাগরিক।'

কুইজ প্রতিযোগিতার একাংশ
ছবি: মো. সাইয়ান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, 'আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তোমরা। আমরা শিল্পবিপ্লবের কথা বলছি। প্রতিটি খাতে বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন করাটাই চতুর্থ শিল্পবিপ্লব। এখন কৃষিক্ষেত্র অনেক উন্নত হয়েছে। লাঙলের পরিবর্তে আসছে ট্রাক্টর ও আধুনিক যন্ত্রপাতি। আইসিটিতে এসেছে অভাবনীয় উন্নয়ন। এইসব কাজ করতে হলে তোমাদের দক্ষ হতে হবে। সবকিছুকে গ্রহণ কররা মানুষিকতা থাকতে হবে। সেখান থেকে তোমরা শুধু ভালোটুকু গ্রহণ করবে। তোমরাই সেই মানুষ যারা ভবিষ্যতে বাংলাদেশসহ পুরু বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞানমনস্ক হতে হলে বিজ্ঞানের শিক্ষার্থী হওয়া বাধ্যতামূলক নয়। শুধু ইচ্ছা থাকতে হবে। আমি জানি, তোমাদের সেই ইচ্ছা আছে। তাই আজ তোমরা এখানে উপস্থিত। তোমাদের সবাইকে ধন্যবাদ।'

প্রজেক্ট প্রদর্শনীর একাংশ
ছবি: মো. সাইয়ান

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান সামনে রেখে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক উৎসব। ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও খুলনায় বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলিক পর্বের মাধ্যমে শেষ হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে আঞ্চলিক উৎসবের বিজয়ীরা।

বিজ্ঞান উৎসবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। এ ছাড়া কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলো অনলাইন ও প্রিন্টে এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।