জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে

দ্বিতীয় বারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা ২০২৫। দেশে জীবপ্রযুক্তি শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। আজ ১৯ এপ্রিল, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে এটি আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এরিস্টফার্মার বায়োটেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার আবদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মানজুরুল করিম। কুইজ মাস্টার হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান মান্নান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ হোসেন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মফিজুল ইসলাম।  অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টের সভাপতি ও ইউজিসি অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।

এই কুইজ প্রতিযোগিতার ফাইনালে মোট ৭টি দল প্রতিযোগিতা করছে। এর আগে প্রাথমিক পর্বে ৪২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২০টি দল এতে অংশ নেয়। সেখান থেকে প্রথম রাউন্ড ও কোয়াটার ফাইনাল শেষে সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে মোট ৭টি দল। এই দলগুলোই আজ ফাইনালে প্রতিযোগিতা করছে।

দলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগ,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট ( জিএনওবিবি)। সহযোগিতায় করছে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট  বাংলাদেশ (এনওয়াইবিবি)। আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্লাডব্রিজ।