আজ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা

আজ অনুষ্ঠিত হবে বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা। আজ ২৭ জুলাই, বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে।

দেশের সবচেয়ে জনপ্রিয় মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা ও দেশের সবচেয়ে বড় কৃষি প্রযুক্তি পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান মেটাল যৌথভাবে এই বক্তৃতা আয়োজন করছে।

‘নাসা, জেমস ওয়েব টেলিস্কোপ ও মহাবিশ্ব’ শিরোনামের এই আয়োজনে প্রধান বক্তা যুক্তরাষ্ট্রের মোরেনো ভ্যালি কলেজের অধ্যাপক, নাসার সাবেক গবেষক ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ড. দীপেন ভট্টাচার্য। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন। স্বাগত বক্তব্য রাখবেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।

গত ১২ জুলাই জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি প্রকাশ করেছে নাসা। ছবিটি ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের। বিশ্বব্যাপী সাড়া ফেলেছে ছবিটি। ছবিতে লুকিয়ে আছে মহাবিশ্বের জন্ম ও বেড়ে ওঠার ইতিহাস। ঠিক কীভাবে জেমস ওয়েব টেলিস্কোপের হাত ধরে বদলে যাবে বিজ্ঞানচর্চার প্রচলিত ধারা, তা নিয়েই বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, জ্যোতিঃপদার্থিবজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে। তাই এই টেলিস্কোপে তোলা ছবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানচিন্তা সব সময় এ দেশের তরুণ বিজ্ঞানপ্রেমীদের আধুনিক বিজ্ঞানের বিষয়গুলো সহজভাবে পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করে। জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে পাঠকদের মধ্যে পরিস্কার ধারণা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন।

এই বিজ্ঞান বক্তৃতা সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞান বক্তৃতায় উপস্থিত দর্শকদের জন্য থাকবে কুইজ প্রতিযোগিতা। কুইজে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞানবক্তৃতার আয়োজন করা হয়। করোনা সংকটের কারণে স্থগিত রাখা হয় বিজ্ঞান বক্তৃতা।