টেলিস্কোপে গোলাপি চাঁদ দেখতে বুধবার বিজ্ঞান জাদুঘরে বিশেষ আয়োজন

আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেখা যাবে অন্যরকম এক চাঁদ। গোলাপি চাঁদ। খালি চোখেই দেখা যাবে আকাশ পরিষ্কার থাকলে। আর টেলিস্কোপের সাহায্যে বিনামূল্যে এ চাঁদ দেখানোর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আগ্রহীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে উপস্থিত হলে দেখতে পারবেন টেলিস্কোপে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। 

প্রতি বছরের এপ্রিল মাসের পূর্ণ চাঁদকে গোলাপি চাঁদ বলা হয়। ইংরেজি নাম ‘পিংক মুন’। নামে গোলাপি থাকলেও চাঁদের রং আসলে তেমন গোলাপি হয় না। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডায় এপ্রিল মাসে ফ্লক্স নামে একধরনের বুনো ফুল ফোটে। এই ফুলের রং গোলাপি। সেখান থেকেই এই চাঁদের নাম হয়েছে পিংক মুন বা গোলাপি চাঁদ। যুক্তরাষ্ট্রের মেইন ফার্মারস অ্যালমানাক ১৯৩০-এর দশকে বিভিন্ন মাসের চাঁদের এরকম বিভিন্ন নাম প্রকাশ করত। নাসা এটা লক্ষ্য করে ‘পিংক মুন’ নামটি স্বীকৃতি দেয়। একে অবশ্য আরও অনেক নামে ডাকা হয়। যেমন ফিশ মুন, গ্রাস মুন বা এগ মুন। এ সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে। তাই দেখতে তুলনামূলক বড় ও উজ্জ্বল দেখায়।   

শুধু গোলাপি নয়, এ সময় মাঝে-মধ্যে চাঁদকে বাদামি, নীল, হালকা নীল, গোলাপি, সোনালি ও হালকা হলুদ রঙেরও দেখায়

তবে সামান্য গোলাপি রং হতে পারে এ চাঁদের। কেন? কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে থাকে অনেক ধূলিকণা। এই ধূলিকণার মধ্য দিয়ে আলো আসার সময় রং বদলে যায়। শুধু গোলাপি নয়, এ সময় মাঝে-মধ্যে চাঁদকে বাদামি, নীল, হালকা নীল, গোলাপি, সোনালি ও হালকা হলুদ রঙেরও দেখায়। তবে এপ্রিল মাসের দিকে সামান্য গোলাপি রঙের চাঁদ দেখা যায় বটে। বিভিন্ন সময়ে সামান্য গোলাপি রঙের দেখতে এ চাঁদের ছবিও তোলা হয়েছে।

জাতীয় বিজ্ঞান জাদুঘরের এ আয়োজন সম্পর্কে জানতে ফোন করতে পারেন এই নম্বরে: ০১৭২২১২৬২৩১।