অনুষ্ঠিত হলো নটর ডেম বার্ষিক সায়েন্স ফেস্টিভ্যাল এবং ৩৩তম বিজ্ঞানবিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। গত ৯-১১ মে রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজে এ ফেস্টিভ্যাল আয়োজিত হয়। তিনদিনের এ আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে সারা দেশ থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এই তিন দিন নানা আয়োজনে মুখরিত ছিল নটর ডেম কলেজ প্রাঙ্গণ। উৎসবে ১৫টির বেশি বিভাগে অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে অন্যতম হলো বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড, সায়েন্টিফিক রিসার্চ, প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও সায়েন্টিফিক ভেঞ্চার। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ক্লাব কনভোকেশনের মতো বিভিন্ন আয়োজন ছিল এ ফেস্টিভ্যালে।
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। যেমন প্রজেক্ট এক্সিবিশন ও প্রজেক্ট এক্সপোতে ছিল ২টি ক্যাটাগরি। স্কুল পর্যায় (৬ষ্ঠ–১০ম শ্রেণি) ও কলেজ পর্যায় (একাদশ–দ্বাদশ শ্রেণি)। আবার অলিম্পিয়াডে মোট ৪ ক্যাটাগরিতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা—প্রাথমিক (১ম–৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ–৮ম শ্রেণি), সিনিয়র (৯ম-১০ম শ্রেণি) ও ইন্টারমিডিয়েট (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
এ আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘কোনানড্রাম প্যারাডক্স’ নামের একটি ইভেন্ট। এতে অংশগ্রহণের আগে শিক্ষার্থীদের প্রথমে একটি অনলাইন রাউন্ডে অংশ নিতে হয়েছে। এরপর অনুষ্ঠিত হয়েছে লিখিত পরীক্ষা। এর মাধ্যমে ৩০টি দল নির্বাচন করা হয়, যারা সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেয়। চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে সেরা তিনটি দল নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার শেষ দিন আয়োজিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।
এ ছাড়া ‘হান্ট দ্য হিডেন’ প্রতিযোগিতায় কলেজ ক্যাম্পাসজুড়ে লুকানো বিভিন্ন ধাঁধার সমাধান করে মূল লক্ষ্য পর্যন্ত পৌঁছায় অংশগ্রহণকারীরা। এ প্রতিযোগিতাটিও ছিল বেশ রোমাঞ্চকর। এরকম বিভিন্ন প্রতিযোগিতায় বিজ্ঞানপ্রেমীদের আনাগোনায় মুখরিত ছিল নটর ডেম কলেজ প্রাঙ্গণ।
প্রতিযোগিতার শেষ দিন আয়োজিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। প্রধান অতিথি হিসেবে ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও। পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ীরা।
পুরস্কার পর্ব শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মঞ্চে গান পরিবেশন করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এভাবে পর্দা নামে তিন দিনের এ বিজ্ঞানমেলার।
১৯৫৫ সালে এশিয়ার প্রথম বিজ্ঞান ক্লাব হিসেবে যাত্রা শুরু করে নটর ডেম বিজ্ঞান ক্লাব। এই ক্লাবটিই নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন করে। এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।