আগামীকাল ৩১ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ থেকে ৫টা ৩০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বিজ্ঞানে নোবেল ২০২৪’ বিজ্ঞান বক্তৃতা। এর আয়োজক দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
এ বক্তৃতায় বক্তব্য রাখবেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান খান, জিনপ্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক ইবনে আয়ূব এবং তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
সবমিলিয়ে ২০২৪ সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন সাত বিজ্ঞানী। কেন তাঁদের নোবেল দেওয়া হলো? বিজ্ঞান বা মানব সভ্যতার ইতিহাসে তাঁদের আবিষ্কারের ভূমিকা কী? কেন এই গবেষণাগুলো এত গুরুত্বপূর্ণ? এসব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি এবারের আয়োজনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। পদার্থবিজ্ঞান ও রসায়নে যাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাঁদের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তার গড়ে ওঠা ও প্রশিক্ষণ পদ্ধতিতে। পাশাপাশি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের অগ্রপথিকদের অন্যতম এবারের নোবেলজয়ী বিজ্ঞানীরা। তাঁদের কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ, কেউ শুনিয়েছেন সতর্কবার্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ও ভবিষ্যৎ প্রয়োগ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? এই সবকিছু নিয়েই আয়োজিত হচ্ছে এবারের বিজ্ঞান বক্তৃতা। আর পাঠকদের জন্য বিশেষ কিছু আয়োজন তো রয়েছেই। এ বক্তৃতা সবার জন্য উন্মুক্ত। ইভেন্ট লিঙ্ক: facebook.com/share/mDg7WbJMUybxEQhg