পঞ্চব্রীহি ধান নিয়ে আয়োজিত হবে সেমিনার। আগামীকাল ২৪ এপ্রিল, বুধবার সকাল ১১.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স রুমে (২য় তলা) এ সেমিনার আয়োজিত হবে।
সেমিনারে মূল বক্তব্য রাখবেন পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক জিনবিজ্ঞানী ও ধান গবেষক আবেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুলাউড়া উপজেলার মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
এ সেমিনারের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস। সহযোগিতা করছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
পঞ্চব্রীহি ধান একবার রোপন করলে পাঁচবার ফলন দেয়। কীভাবে ছয় বার ফসল পাওয়া যায়, তা নিয়েও কাজ করছে আবেদ চৌধুরী। পঞ্চব্রিহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে। পরের ফলনগুলো আসে ৪৫ দিন পরপর। একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যায়। এ ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন। ধানের চারা প্রতি ৪ সেন্টিমিটার পরপর রোপণ করতে হয়।