রাজশাহীতে আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা ৩ জুলাই

আয়োজিত হতে যাচ্ছে ১৬তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার রাজশাহী পর্ব। আগামী ৩-৫ জুলাই রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত হবে এ কর্মশালা। এতে বক্তা হিসেবে থাকবেন দেশ-বিদেশের নানা জ্যোতির্বিজ্ঞানী, অধ্যাপক এবং জ্যোতির্বিজ্ঞান প্রশিক্ষক।

এ বছর তিনটি অঞ্চলে আয়োজিত হচ্ছে এ কর্মশালা। এর মধ্যে ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পরে আগামী ২৭-২৯ জুন চট্টগ্রাম আঞ্চলিক পর্ব হওয়ার কথা রয়েছে। নবম শ্রেণির ওপরের যেকোনো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে। তবে সবাইকে নিবন্ধন করতে হবে সে জন্য। ১ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন লিংক: http://tinyurl.com/ajawraj

এ কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পাশাপাশি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর, সুপারনোভা বা অতিনবতারা বিস্ফোরণ, গ্যালাক্সি, এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ, অ্যাস্ট্রোফিজিকস বা জ্যোতিঃপদার্থবিদ্যা ও অ্যাস্ট্রোবায়োলজি বা জ্যোতিঃজীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকবে হ্যান্ডস-অন অ্যাক্টিভিটি। সন্ধ্যায় থাকবে আকাশ পর্যবেক্ষণের সুযোগ। সঙ্গে থাকবে কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থা।

কর্মশালার মূল আয়োজক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর অফিস। স্থানীয়ভাবে আয়োজনে সহযোগিতা করবে অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট। পাশাপাশি সহআয়োজক হিসেবে থাকবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও ইউনিভার্স অ্যাওয়্যারনেস প্রোগ্রাম। কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির ফেসবুক পেজে। ফেসবুক ইভেন্টে লিংক: tinyurl.com/eventajawraj

মোহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত। তিনিই প্রথম বাংলায় আকাশের তারাগুলোর ছক তৈরি করেন। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায়ই নির্মিত হয় বাংলাদেশের প্রথম খ-গোলক। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। তাঁর স্মরণেই এ কর্মশালা আয়োজিত হয়।