বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে আয়োজিত হবে সেমিনার ও আলোচনা সভা। ২৯ নভেম্বর, বুধবার রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে এই আয়োজন। বিকাল ৩টা ৩০ মিনিটে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্যার জগদীশ চন্দ্র বসু মুক্ত দর্শনের বিজ্ঞানী’ শিরোনামের এই সভা শুরু হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বন্ধবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমিত্র চক্রবর্তী। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান স্বাগত বক্তব্য দেবেন। আর সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
জগদীশ চন্দ্র বসু খ্যাতনামা বাঙালি পদার্থবিদ ও জীববিজ্ঞানী। বাংলাদেশে বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রপথিক। এর পাশাপাশি তিনি বাংলায় বিজ্ঞান কল্পকাহিনিও রচনা করেছেন। তাঁর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর। এই বিজ্ঞানীর জীবনদর্শন, গবেষণাকর্ম ইত্যাদি বিষয় উঠে আসবে এ আলোচনা সভায়।