ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব ৩ ও ৪ মার্চ

ফিজিক্স অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বে অতিথিদের সঙ্গে বিজয়ীরা

আগামী ৩ ও ৪ মার্চ, শুক্র-শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও সিনেট ভবনে আয়োজিত হবে দুদিনের এই উৎসব। ৩ মার্চের অনুষ্ঠান চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ৪ মার্চের অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুধু আঞ্চলিক পর্বের বিজয়ীরা এ পর্বে অংশ নিতে পারবে।

৩ মার্চ সকাল ৮টায় উপস্থিত হয়ে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। এরপর দিনব্যাপী রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রযুক্তি মেলা পরিদর্শন ও পরীক্ষাসহ নানা আয়োজন। এসবই আয়োজিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এ আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফেলো মেসবাহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ.এস.এম. মাকসুদ কামাল, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. আব্দুস সামাদ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ইয়াসমীন হক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় দলের কোচ ও তাত্ত্বিক পদার্থবিদ আরশাদ মোমেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম দস্তগীর আল-কাদেরী।

বিজ্ঞান বক্তৃতায় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং তাত্ত্বিক পদার্থবিদ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় দলের কোচ আরশাদ মোমেন।

৪ মার্চ সিনেট ভবনে থাকবে প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞান বক্তৃতাসহ বেশ কিছু আয়োজন। বিজ্ঞান বক্তৃতায় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং তাত্ত্বিক পদার্থবিদ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় দলের কোচ আরশাদ মোমেন। এ আয়োজনের বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাচ্‌-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মাদ সামাদ, শিক্ষাবিদ ও কম্পিউটারবিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, কিশোর আলোর সম্পাদক ও কথা সাহিত্যিক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা শাফী এবং চেয়ারম্যান সুপ্রিয় সাহা।

১৩তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা রয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। প্রথমে অনলাইনে আয়োজিত হয়েছে বাছাইপর্ব। এ পর্বের বিজয়ীরা অংশ নেয় ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, যশোর, সিলেট ও ময়মনসিংহে আয়োজিত হয় এসব আঞ্চলিক পর্ব। এখন এ পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। পরে জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।

দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩।

ফিজিক্স অলিম্পিয়াড ও আঞ্চলিক পর্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে bdpho.org ওয়েবসাইটে।