চলছে বুয়েটের মাসব্যাপী আয়োজন ইলেকট্রেজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৪তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত হচ্ছে ‘ইলেকট্রেজ’।

আগামী ১৯ জুন ইইই-এর ২৩ ব্যাচের আয়োজনে শেষ হবে মাসব্যাপী এই নবীনবরণ অনুষ্ঠান। বুয়েটের সেন্ট্রাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি সেদিন থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

এই অনুষ্ঠানে মাসজুড়ে ছিল নানা আয়োজন। যেমন ব্রেন ব্রলস সেগমেন্টে ক্যালকুলাস রাম্বেল ও কুইজ ওডেসি, ট্যাকটিক্ল্যাল প্লে অব সেগমেন্টে ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা। পাশাপাশি গেমারস গানলেট সেগমেন্টে ইএ স্পোর্টোস এফসি, ভ্যালোরেন্ট, ই-ফুটবল ও ক্লাস রয়েলের মতো জনপ্রিয় গেমের প্রতিযোগিতা।

এই আয়োজনের মূল ইভেন্ট আয়োজিত হয়েছে গত ২২ মে। সেদিন পুরো বুয়েট ক্যাম্পাস জুড়ে আয়োজিত হয় ওয়াট-আ-হান্ট। অ্যানিমে, গেম অব থ্রোন্‌স, ফেলুদা ও স্কুইড গেমের থিমের ওপর নির্ভর করে এই ট্রেজার হান্ট আয়োজিত হয়।