স্কুল অব লাইফের নিবন্ধন চলছে

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘এ এস ইসলাম স্কুল অব লাইফ’ কর্মশালা। এ কর্মশালার অনলাইন ক্যাম্প আয়োজিত হবে আগামী ১৫, ১৬ এবং ২২, ২৩ মার্চ। কর্মশালাটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের জীববিজ্ঞানে আগ্রহী করে তোলা ও গবেষণায় হাতেখড়ি দেওয়া।

এ কর্মশালা আয়োজিত হবে দুই ধাপে। শুরুতে অনলাইন ক্যাম্প আয়োজিত হবে গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে। দেশ সেরা বিজ্ঞানী ও গবেষকেরা থাকবেন বক্তা হিসেবে। তাঁদের কাছেই শিক্ষার্থীদের হাতেখড়ি হবে গবেষণায়। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুই ক্যাটাগরিতে এ আয়োজনে অংশ নিতে পারবে। ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে জুনিয়র ক্যাটাগরিতে, আর ৯ম-১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে সিনিয়র ক্যাটাগরিতে।

প্রোগ্রামের পোষ্টার

এই অনলাইন পর্বের বিজয়ীদের নিয়ে দ্বিতীয় ধাপে আয়োজিত হবে অফলাইন ক্যাম্প। অফলাইন ক্যাম্পে তত্ত্বীয় বিষয়গুলোর পাশাপাশি ল্যাবে হাতেকলমে বিজ্ঞান শেখানো হবে। এ ছাড়াও শিক্ষার্থীদের পরিদর্শন করানো হবে দেশের খ্যাতনামা গবেষণাগারগুলো। পরে অফলাইন ক্যাম্প থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের ফেলোশিপ দেওয়া হবে। পাশাপাশি থাকছে দেশের বিখ্যাত গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপের সুযোগ।

এ আয়োজনে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন লিংক: https://festive.rocks/e/ASISL। এ ছাড়া ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://fb.me/e/3yH6BIBKi

‘স্কুল অব লাইফ’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট ও মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (ম্যাসল্যাব)।