স্কলাস্টিকায় প্রথমবার আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান কার্নিভাল

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিক্স অ্যান্ড সায়েন্স কার্নিভাল ২০২৫’। ২০ ও ২২ জুন রাজধানীর স্কলাস্টিকা স্কুলের মিরপুরের সিনিয়র ক্যাম্পাসে আয়োজিত হবে এই কার্নিভাল। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবে। নিবন্ধন লিংক: https://linktr.ee/srm.mathxsci

মোট তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এই কার্নিভালে অংশ নেবে। জুনিয়র ক্যাটাগরিতে ৭ম-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে।

এই কার্নিভালে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা ধরনের প্রতিযোগিতা। যেমন ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, ক্যালকুলাস ও অ্যারিথমেটিক অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডসহ আরও অনেক আয়োজন। পাশাপাশি থাকবে সুডোকু প্রতিযোগিতা, এক্সটেম্পোর স্পিচ, আইকিউ টেস্ট ও তাৎক্ষণিক যুক্তিবিদ্যার পরীক্ষা।

এই কার্নিভাল আয়োজন করছে স্কলাস্টিকার ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাব।