কলম্বিয়ার রাজধানী বোগোটাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। আট দিনব্যাপী এই আয়োজন শুরু হয়েছে ১৪ নভেম্বর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এই জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে অনলাইনে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ শিক্ষার্থী। তাঁরা হলেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তূর্য রায় ও ইমদাদুল্লাহ রাজি, রাজউক উত্তরা মডেল কলেজের সৈয়দ শাফাত মাহমুদ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের আদনান বিন আলমগীর এবং সিলেটের মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী জাকিয়া তাজনুর চৌধুরী। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বাংলাদেশ দলের সকল প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আইইউবির কম্পিউটার ল্যাবে।
আইইউবির উপাচার্য তানভীর হাসানের বিশেষ পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়টির ভৌত বিজ্ঞান বিভাগের অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিকস রিসার্চ গ্রুপ (আরজি)।
১৪ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইইউবির ভৌত বিজ্ঞান বিভাগের প্রধান ড. হাবিব বিন মুজাফফর এবং প্রকৌশল, প্রযুক্তি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের দল গঠন ও সার্বিক তত্ত্বাবধনের দায়িত্বে আছে বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ) নামের একটি সংগঠন। এ লক্ষ্যে বছরের শুরুতেই আয়োজন করা হয় আঞ্চলিক অলিম্পিয়াড। স্কুল ও কলেজ মিলিয়ে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নেয়। তার মধ্য থেকে নির্বাচিত ১০০ জন চলতি বছরের ২০ মে অংশ নেয় জাতীয় পর্বে। সেখান থেকে নির্বাচিত ৩৬ জনকে নিয়ে আয়োজন করা হয় প্রায় মাসব্যাপী জাতীয় ক্যাম্প। এতে নির্বাচিত ১১ জনকে নিয়ে এক্সটেনশন ক্যাম্প আয়োজন করা হয় এবং আন্তর্জাতিক অলিম্পয়াডের জন্য বাছাই করা হয় পাঁচ জনকে।
১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে অলিম্পিয়াডের পরীক্ষা চলবে অনলাইনে। ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ নভেম্বর ফলাফল ঘোষণার মাধ্যমে ইতি টানা হবে এই অলিম্পিয়াডের সকল কার্যক্রমের।