৭ পেরিয়ে বিজ্ঞানচিন্তা
ছবিতে বিজ্ঞানচিন্তার জন্মদিন
১৫ অক্টোবর ২০২৩। প্রথম আলোর সভাকক্ষ মানুষে পরিপূর্ণ। বিজ্ঞানচিন্তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন সবাই। পাঠককে সঙ্গে নিয়ে উদযাপন করবে ম্যাগাজিনটি, সে জন্যই এই আয়োজন। কারণ আজ, রোববার বিজ্ঞানচিন্তার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। বিজ্ঞান আছে, চিন্তা কী—এই স্লোগান নিয়ে সাত পেরিয়ে আট বছরে পা রাখল বিজ্ঞানচিন্তা। এ উপলক্ষে বিজ্ঞানচিন্তার পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, স্বেচ্ছাসেবী ও অতিথিসহ নানা বয়সের মানুষ উপস্থিত হয়েছেন।
আনন্দে, আলাপচারিতায়, কুইজ প্রতিযোগিতা ও সেরা স্বেচ্ছাসেবীর পুরস্কার বিতরণের মাধ্যমে ও কেক কেটে দিনটি পালন করা হয়। ছবিতে ছবিতে দেখে নিন এই বিজ্ঞানান্দের কিছু মুহূর্ত।






























