বিজ্ঞান ও বুদ্ধির খেলায় জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

সুডোকু মেলাচ্ছে এক শিক্ষার্থী

বিজ্ঞান ও বুদ্ধির বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে উদ্‌যাপিত হলো জাতীয় শিশু দিবস। স্ক্র্যাচ প্রোগ্রামিং, রোবট প্রদর্শন, পাজল গেম, রুবিকস কিউব, সুডোকু, দাবা প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে উদ্‌যাপিত হয় বিশেষ এই দিন। গত ১৭ মার্চ, রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালিত হয় চলতি বছরের জাতীয় শিশু দিবস। সে উপলক্ষ্য সামনে রেখেই বিশেষ এই ‘ওপেন ডে’ আয়োজন করা হয়।

আয়োজকদের সঙ্গে শিক্ষার্থীরা

রাজধানীর বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। প্রোগ্রামিং সেশনে অংশ নিয়ে খেলার ছলে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম, অ্যানিমেশন ভিডিও ও কার্টুন তৈরি করার পদ্ধতি জানতে পারে শিক্ষার্থীরা। এরপর সবাইকে নিয়ে রোবট প্রদর্শন করা হয়।

দাবা, সুডোকু ও রুবিকস কিউব নিয়ে উচ্ছ্বসিত ছিল সবাই। পাশাপাশি বিজ্ঞানের মজার কিছু প্রদর্শনীর ব্যবস্থা করে মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। বিজ্ঞানের ভাষায় পানির রং পরিবর্তনের মজার খেলা দেখানোর পাশাপাশি মাইক্রোস্কোপে বিভিন্ন স্লাইড দেখার সুযোগ দেওয়া হয়।

সুডোকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা
রোবট প্রদর্শনী

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদসহ আরও অনেকে শিশুদের সঙ্গে সময় কাটান। উপস্থিত শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এই ‘ওপেন ডে’ আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। সহযোগিতা করে মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং স্ক্র্যাচ বাংলাদেশ।