‘এআই ডিকোডেড: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান বক্তৃতা। আজ ২৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ থেকে ৭টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে (২য় তলা, রুম-১০৩) চলবে এই বিজ্ঞান বক্তৃতা। এর আয়োজক দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। এ বক্তৃতা সবার জন্য উন্মুক্ত।
এ বক্তৃতায় আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ এআই অলিম্পিয়াড টিমের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড ও ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের তাত্ত্বিক পদার্থবিদ অধ্যাপক আরশাদ মোমেন ও বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
শুধু বক্তৃতা ও আলোচনা নয়, অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্রশ্ন করার সুযোগ। এ বিষয়ে আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর মিলবে বিশেষজ্ঞদের কাছ থেকে। এ ছাড়াও উপস্থিত দর্শকদের জন্য রয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।