ফার্মিং ফিউচার বাংলাদেশ-বিজ্ঞানচিন্তা ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’-এর পর্দা নামবে শিগগিরিই। ১৫ অক্টোবর, শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত হবে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে থাকবেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা, উন্মাদ-এর সম্পাদক এবং কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক আরিফ হোসাইন এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
এ আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা কৃষি ও প্রযুক্তি বিষয়ক তিনটি ক্যাটাগরিতে (রচনা লেখা, ফটোগ্রাফি ও কুইজ) অংশগ্রহণ করেছেন। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রযুক্তি’। ইতিমধ্যে, শিক্ষার্থীরা শতাধিক রচনা জমা দিয়েছেন বিজ্ঞানচিন্তার কার্যালয়ে। সেখান থেকে বাছাইকৃত সেরা ১০ বিজয়ীকে দেওয়া হবে পুরস্কার।
এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় ছিল ‘কৃষিতে উদ্ভাবন ও উন্নয়ন’। মোবাইল বা ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে অংশগ্রহণকারীরা ইতিমধ্যে পাঠিয়েছেন। সেখান থেকে বাছাই করে পুরস্কার দেওয়া হবে সেরা ১০ বিজয়ীকে।
কুইজের জন্য সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন। গত ২৫ সেপ্টেম্বর, রবিবার অনলাইনে প্রাথমিক কুইজের আয়োজন করা হয়। তাঁদের মধ্যে থেকে সেরা ৭০ জনকে নিয়ে হবে ফাইনাল কুইজ পর্ব।
১৫ অক্টোবর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অফলাইনে অংশগ্রহণ করবেন প্রাথমিক বাছাইয়ে বিজয়ী শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে দেওয়া পুরস্কার। এছাড়া প্রাথমিক পর্যায়ের বিজয়ী ৭০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
তরুণদের মাঝে বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে গত মাসে ফিউচার ফার্মিং বাংলাদেশ এবং বিজ্ঞানচিন্তা যৌথভাবে ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’ প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।
বিস্তারিত জানা যাবে নিচের ওয়েব অ্যাড্রেসে: bigganchinta.com/campaigns/youth-for-science.html