ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

ফাইল ছবি
১৩তম ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

শুরু হল ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াড ২০২৩-এর অনলাইন রেজিস্ট্রেশন। চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে। যাদের ই-মেইল নেই তারা শুধু ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবে। তবে নিবন্ধনের জন্য টেলিটক নম্বর ব্যবহার করা যাবে না।

ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩-এর লোগো
নিবন্ধন করতে এবং বিস্তারিত জানতে কিউআরকোডটি স্ক্যান করতে হবে।

প্রতিযোগীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন নম্বর পাঠানো হবে। নিবন্ধন নম্বর এবং নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও পরীক্ষা দেয়ার জন্য নিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর মোবাইল ফোনে পাঠানো হবে সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখতে হবে। অলিম্পিয়াড শুরুর আগে প্রত্যেক প্রতিযোগীকে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের পক্ষ থেকে এসএমএস-এর মাধ্যমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসএমএস না পেলে  [email protected] এবং [email protected] ই-মেইল যোগাযোগ করা যাবে।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিকস অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩ তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াড ২০২৩’ আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে প্রথমে অনলাইনে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের নির্বাচিতদের নিয়ে আয়োজিত হবে আঞ্চলিক ফিজিকস অলিম্পিয়াড। এই পর্ব আয়োজিত হবে অফলাইনে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। পরে জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানের টোকিওতে ৫৩তম ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ফিজিক্স অলিম্পিয়াড ২০২২-এর ফাইল ছবি

১৩তম ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।

উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড ২০২৩।