আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল এখন চীনে

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দলনেতার সঙ্গে বাংলাদেশ দল

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের ২য় আসরে অংশ নিতে চীনের বেইজিং শহরে পৌঁছেছে বাংলাদেশ দল। ২ আগস্ট এই অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। শেষ হবে ৯ আগস্ট। বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

বাংলাদেশের এ দলটি চার সদস্যের। এই শিক্ষার্থীরা হলেন নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ ও মিসবাহ্ উদ্দিন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম। সঙ্গে দলনেতা হিসেবে আছেন অধ্যাপক বি এম মইনুল হোসেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিবন্ধন করে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের অনলাইন পর্বে অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় অনলাইন গ্রুমিং সেশন। এরপর ১৭ মে বাইউবিটিতে অনুষ্ঠিত হয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব। এতে বাছাইকৃত ৪০৬ শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে নির্বাচিতদের নিয়ে ২৩ থেকে ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে আয়োজিত হয় দুই দিনের ক্যাম্প। এ ক্যাম্প শেষে ৩১ মে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে ঠিক করা হয়েছে চার সদস্যের এ দল।

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দলনেতার সঙ্গে বাংলাদেশ দল

উল্লেখ্য, ২০২৪ সালে বুলগেরিয়ায় অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (IOAI) অংশগ্রহণ করে বাংলাদেশ সম্মানজনক অবস্থান অর্জন করলেও কোনো পদক পায়নি। পরে সৌদি আরবে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (IAIO) অংশগ্রহণ করে ২টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ দল। প্রথম আসরে হাঙ্গেরি ছাড়া শুধু বাংলাদেশ দলের ৪ সদস্যই কোনো না কোনো পদক অর্জন করেছিল।

বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্লাটিনাম স্পনসর ছিল বিইউবিটি। সার্বিক সহোযোগিতায় ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় ছিল রিভচ্যাট। অন্যান্য স্পন্সর ব্রেইন স্টেশন ২৩, ইনটেলিজেন্ট মেশিন্স, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও রকমারি। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।