জীববিজ্ঞান অলিম্পিয়াডের বগুড়া পর্ব অনুষ্ঠিত

জীববিজ্ঞান অলিম্পিয়াডে বগুড়া আঞ্চলিক পর্বের বিজয়ীরা

অনুষ্ঠিত হলো বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের বগুড়া আঞ্চলিক পর্ব। ১৬ মার্চ, শনিবার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের জন্য তিন ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে ১৫২ শিক্ষার্থীকে।

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার কামাল হাসান। উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি এস.এম.ইকবাল।

সকাল ৯টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অলিম্পিয়াড। এরপর সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১১টায়। দুপুর ২টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় শিক্ষার্থীদের নানা কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন উপস্থিত শিক্ষকেরা।

বগুড়া আঞ্চলিক পর্বে মোট নিবন্ধন করেছিল ৮২১ জন। এর মধ্যে অলিম্পিয়াডে অংশ নিয়েছে ৭৫৭ জন। তিন ক্যাটাগরিতে মোট ১৫২ জনকে জাতীয় পর্বের জন্য বাছাই করা হয়েছে—জুনিয়র ক্যাটাগরিতে ৯২ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৫৭ জন ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১২ জন। এদের মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জের সালেকা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাজাহ করিম। সেকেন্ডারি ক্যাটাগরিতে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মো. রেদওয়ান আহম্মেদ ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অভিরয় সরকার।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে মে মাসে অনুষ্ঠিত হবে প্রথম ক্যাম্প। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজনকে বাছাই করা হবে। তারাই ৭-১৪ জুলাই কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিজয়ীদের নাম ঘোষণা এবং ফটোসেশনের মাধ্যমে শেষ হয় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের বগুড়া আঞ্চলিক উৎসব ২০২৪। এখনো চারটি আঞ্চলিক উৎসব বাকি। ২২ মার্চ বরিশাল ও রাজশাহী পর্ব অনুষ্ঠিত হবে যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২৩ মার্চ চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ও কুমিল্লার কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অলিম্পিয়াডের শেষ দুই পর্ব।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে মে মাসে অনুষ্ঠিত হবে প্রথম ক্যাম্প। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজনকে বাছাই করা হবে। তারাই ৭-১৪ জুলাই কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দেবে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে রয়েছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকে: bdbo.org/reg