কাল আবারও ছাপা হবে কুইজ, পুরস্কার লাখ টাকার বই

আগামী ২৪ অক্টোবর, মঙ্গলবার প্রথম আলোয় আবারও ছাপা হবে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজের কুপন। এ কুইজে অংশ নিয়ে জিতে নেওয়া যাবে লাখ টাকার বই। বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কুইজ আয়োজিত হচ্ছে। এর আগে, ১৮ অক্টোবর একই কুপন ছাপা হয়েছিল প্রথম আলোর ছাপা সংস্করণে। কুইজটি সবার জন্য উন্মুক্ত।

মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় আয়োজিত এ কুইজের বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার বই। গত ১৫ অক্টোবর সাত পেরিয়ে আটে পা রেখেছে বিজ্ঞানচিন্তা। যাঁদের জন্য এত দূর আসা, সেই পাঠকদের জন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বিজ্ঞান কুইজ আয়োজন করেছে বিজ্ঞানবিষয়ক এ ম্যাগাজিন।

মোট ১০৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার ২০ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার ১২ হাজার টাকার বই, তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার বই, চতুর্থ পুরস্কার ৫ হাজার ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে ৩ হাজার টাকার বই। পাশাপাশি আরও ১০০ জনের প্রত্যেকে পাবেন ৫০০ টাকার বই পুরস্কার।

কুইজে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর ছাপা সংস্করণে ছাপা হওয়া ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ’ কুপনটি কেটে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তার কার্যালয়ে। কুপনের নির্ধারিত অংশে লিখতে হবে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য। এ সব তথ্য যথাযথভাবে না লেখা হলে কুপনটি গ্রহণযোগ্য হবে না। কুইজে বিজয়ী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে এ ক্ষেত্রে বিজ্ঞানচিন্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।