শুরু হচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫। এ অলিম্পিয়াডকে সামনে রেখে গত ৩ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত হয় সাংবাদ সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) রায়হান কবির। অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।

এ অলিম্পিয়াডে ১৪-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। মোট দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নেবে। জুনিয়র গ্রুপে ১৪-১৫ বছর বয়সীরা (২০১০-২০১১ সালের মধ্যে জন্ম) এবং সিনিয়র গ্রুপে ১৬-১৮ বছর বয়সীরা (২০০৭-২০০৯ সালের মধ্যে জন্ম) অংশ নেবে।

তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা মাত্র। নিবন্ধন ফি পাঠানোর নম্বর: ০১৯১৫ ৬৫ ৩৬ ০৭।

এই চূড়ান্ত প্রতিযোগীরা আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশ নেবে।

প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হবে ১১-২১ জুলাই দেশের ১০টি অঞ্চলে। সেখান থেকে বাছাই করা হবে ৩০০ শিক্ষার্থী। তারাই অংশ নেবে জাতীয় পর্বে। এরপর ক্লোজড ক্যাম্পের মাধ্যমে নির্বাচন করা হবে চূড়ান্ত ৫ প্রতিযোগীকে।

এই চূড়ান্ত প্রতিযোগীরা আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশ নেবে।

এ বছরও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স। আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লি., মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে দৈনিক প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশে অবস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকা।