নটর ডেম কলেজে চলছে ম্যাথ ফেস্টিভ্যালের নিবন্ধন

শুরু হলো এনডিসি ন্যশনাল ম্যাথ ফেস্টিভ্যালের চতুর্থ আসরের নিবন্ধন। ২৫ থেকে ২৭ এপ্রিল রাজধানীর নটর ডেম কলেজ ক্যাম্পাসে এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে। আয়োজন করছে নটর ডেম ম্যাথ ক্লাব। নিবন্ধন করে যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।

তিন দিনের এই ফেস্টিভ্যালে মোট ১৬টি সেগমেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এর মধ্যে অন্যতম ম্যাথ অলিম্পিয়াড, আইকিউ অলিম্পিয়াড, ক্যালকুলাস ম্যানিয়া, সুডোকু, স্পিডকিউবিং, প্রোজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপ বুক, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ম্যাথ রিলে।

মোট চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এসব সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি ও এসএসসি ২৪) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)। প্রতিটি সেগমেন্টের প্রত্যেক ক্যাটাগরির সেরাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিযোগীদের প্রত্যেকে পাবে অংশগ্রহণকারীর সনদপত্র, স্ন্যাকস, ক্লাবের ম্যাগাজিন ও অন্যান্য উপহার।

নটর ডেম ম্যাথ ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালের ১৪ মার্চ। বছরজুড়ে নানা ধরনের গাণিতিক কর্মসূচির পাশাপাশি ক্লাবটি আয়োজন করে ম্যাথ ফেস্টিভ্যাল।

যে কোনো শিক্ষার্থী ১০০ টাকা নিবন্ধন ফি দিয়ে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধন লিংক: https://ndmcbd.org/nmf/register। পাশাপাশি নটর ডেম কলেজ ক্যাম্পাসের অফলাইন বুথে গিয়েও নিবন্ধন করা যাবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংক দেখুন: https://fb.me/e/8CpmAEWVe

নটর ডেম ম্যাথ ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালের ১৪ মার্চ। বছরজুড়ে নানা ধরনের গাণিতিক কর্মসূচির পাশাপাশি ক্লাবটি আয়োজন করে ম্যাথ ফেস্টিভ্যাল।

সেই ধারাবাহিকতায় এবারে চতুর্থবারের মতো এ উৎসব আয়োজন করছে নটর ডেম ম্যাথ ক্লাব। সহযোগিতা করছে বসুন্ধরা ও ভূতের আড্ডা। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।