প্রোগ্রামিং, রোবটিকস ও স্ক্র্যাচ কোর্সের নিবন্ধন শুরু

রোবটিকস কর্মশালা, প্রতীকী ছবিছবি: সংগৃহীত

প্রোগ্রামিং, রোবটিকস ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের আরও দক্ষ করতে আয়োজিত হচ্ছে বিশেষ কোর্স। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এসব কোর্সে নিবন্ধন করতে পারবে। ইতিমধ্যেই নিবন্ধন শুরু হয়েছে।

দেশের বেশির ভাগ স্কুলের পরীক্ষা শেষ হবে এ মাসে। স্কুল ছুটির এই সময়ে শিক্ষার্থীরা যাতে প্রোগ্রামিং ও রোবটিকসের হাতেখড়ি নিতে পারে, তাই এ আয়োজন। স্ক্র্যাচ, পাইথন, সি প্রোগামিং, বিল্ড ইউর ওউন ওয়েবসাইট, আরডুইনো দিয়ে স্কুল অব রোবটিকস এবং খেলতে খেলতে বিজ্ঞান—এই কোর্সগুলোতে নিবন্ধন চলছে। কোর্সগুলোতে শিক্ষার্থীদের নিজের ল্যাপটপ সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতিটি কোর্সের ব্যাপারে সংক্ষেপে জেনে নিন।

ম্যাসল্যাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে নানা কর্মশালা
ছবি: সংগৃহীত

স্ক্র্যাচে হাতেখড়ি: স্ক্র্যাচ শেখার মাধ্যমে শিক্ষার্থীরা গেম, অ্যানিমেশন, ভিডিও এবং কার্টুন তৈরি করতে পারবে। এটি একটি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সব বয়সের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার মতো করে তৈরি করা হয়েছে। মূলত এমআইটির তৈরি এই প্রোগ্রামিং ভাষার বাংলায়ন করেছে বিডিওএসএন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরাও স্ক্র্যাচ দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারে। এই কোর্সে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

পাইথন প্রোগ্রামিং: মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইসিস, ওয়েব স্ক্র্যাপিং—এগুলো এখন ‘বাজ ওয়ার্ড’, মানে বেশ জনপ্রিয় শব্দ। প্রযুক্তিবিষয়ক খবরে এগুলোর কথা দেখা যায় প্রায়ই। এসবই করা যায় পাইথন দিয়ে। তা ছাড়া প্রোগ্রামিং শুরু করার জন্য বেশ ভালো মাধ্যম এই পাইথন প্রোগ্রামিং ভাষা। এর ব্যবহার দিনদিন বাড়ছে। যারা প্রোগ্রামিং শুরু করতে চায়, তারা পাইথনের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা পাবে এই কোর্সে। ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ কোর্সে নিবন্ধন করতে পারবে।

সি প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা: প্রোগ্রামিং ও প্রবলেম সলভিং নিয়ে কাজ করতে চাইলে সি প্রোগ্রামিং আদর্শ। প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে এটি একদম বেসিক। এর মাধ্যমে বেশ ভালোভাবে ধারণা পাওয়া যায়, কম্পিউটার কীভাবে কাজ করে। প্রোগ্রামিংয়ের রোমাঞ্চকর জগতের আরও গভীরে ধুঁ দিতে আগ্রহীদের জন্য এই কোর্স। ১০ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা এতে নিবন্ধন করতে পারবে। আগে কখনো প্রোগ্রামিং করেনি, এমন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে এই কোর্সে।

বিল্ড ইউর ওউন ওয়েবসাইট: ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা এখন খুব সহজ। স্কুলশিক্ষার্থীরাই নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারে। এই কোর্সে ওয়েবসাইট তৈরির প্রতিটি ধাপ শেখানো হবে হাতে-কলমে। ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে একটি ডোমেইন ও হোস্টিং দেওয়া হবে কোর্সে, যাতে নিজের ওয়েবসাইট হোস্ট করা যাবে।

খেলতে খেলতে বিজ্ঞান শেখার ১৩তম পর্ব আয়োজিত হচ্ছে এবার
ছবি: সংগৃহীত

আরডুইনো দিয়ে রোবট নির্মাণ: এই কোর্সের প্রত্যেক শিক্ষার্থী হাতে-কলমে ১০টি করে রোবটিকস প্রোজেক্ট তৈরি করে একটি সকার রোবট বানানো শিখতে পারবে। পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা। ১০ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীরা হাতে-কলমে রোবটিকসের প্রাথমিক বিষয়গুলো শিখতে পারবে এই কোর্সে।

খেলতে খেলতে বিজ্ঞান: হাতে-কলমে বিজ্ঞানের কিছু মজার এক্সপেরিমেন্ট করতে করতে, খেলতে খেলতে শেখার জন্য আয়োজিত হচ্ছে পাঁচ দিনের এই বিশেষ কর্মশালা। এবার এ আয়োজনের ১৩তম পর্ব অনুষ্ঠিত হতে চলছে। যারা হাতে-কলমে পরীক্ষা করে বিজ্ঞানকে বুঝতে চায়, আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডের ব্যবহারিক অংশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চায়, এই কর্মশালা তাদের জন্য। ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং মাপজোখের নানা দিক নিয়ে সাজানো হয়েছে এই কোর্স। ক্লাস করার পাশাপাশি মাকসুদুল আলম বিজ্ঞানাগারে হাতে-কলমে ব্যবহারিক ক্লাস করার সুযোগও থাকছে।

কোর্সগুলোতে নিবন্ধন করতে বা আরও বিস্তারিত জানতে দেখুন: maslab.org/course

এসব কোর্স আয়োজন করছে মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, স্ক্র্যাচ বাংলাদেশ, ইটি টেক লিমিটেড, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।