আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের দল ঘোষণা

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দল (বাঁ থেকে): আবরার শহীদ, রাফিদ আহমেদ, মিসবাহ্ উদ্দিন এবং আরেফিন আনোয়ার

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড। আগামী ৯-১৫ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠেয় এ অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ দল। সে জন্য বাছাইকৃত সেরা ৪ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আবরার শহীদ ও মিসবাহ্ উদ্দিন, একাডেমিয়া স্কুলের রাফিদ আহমেদ এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের আরেফিন আনোয়ার।

আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে দুই রাউন্ডে। প্রথমে সায়েন্টিফিক রাউন্ড। সেখানে শিক্ষার্থীদের কয়েকটি নির্দিষ্ট সমস্যা সমাধান করতে হবে। দ্বিতীয়টি প্র্যাকটিক্যাল রাউন্ড। এ পর্বে শিক্ষার্থীরা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় সরাসরি ব্যবহৃত হচ্ছে, এমন কিছু টুলের ওপর নিজেদের তৈরি করা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে কিছু নির্দিষ্ট সমস্যা সমাধান করবে।

আরও পড়ুন

এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিবন্ধন করে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের অনলাইন পর্বে অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় অনলাইন গ্রুমিং সেশন। এরপর গত ৮ মে, বুধবার প্রোগ্রামিং কনটেস্ট ওয়েবসাইট toph.co-তে অনুষ্ঠিত হয় অনলাইন বাছাইপর্ব। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে গত ১৮ মে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব। তাদের নিয়ে ২১-২২ মে অনলাইনে আয়োজিত হয় গ্রুমিং সেশন। এরপর ২৩-২৫ মে সিলেকশন ক্যাম্প এবং আন্তর্জাতিক টিম সিলেকশন টেস্ট আয়োজিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে ঠিক করা হয়েছে চার সদস্যের এ দল।

আরও পড়ুন

বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), পাওয়ারড বাই রিভ চ্যাট। গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন ২৩। এআই ইনোভেশন পার্টনার ই-জেনারেশন। সিলভার স্পন্সর ইনটেলিজেন্ট মেশিন্স। স্ট্রাটেজিক পার্টনার একসেস টু ইনফরমেশন (এটুআই)। অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো। এনএলপি পার্টনার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প। সহযোগিতায় রয়েছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাইটস ফর অল, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, জেআরসি বোর্ড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ, বাংলার ম্যাথ ও স্ক্র্যাচ বাংলাদেশ। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।