চলছে উইকিপিডিয়ার প্রকৃতিবিষয়ক আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা, অংশ নিতে পারবেন আপনিও

২০২৩ সালে সারা পৃথিবী থেকে উইকি লাভস আর্থে প্রথম হওয়া এই ছবি তুলেছিলেন ইউক্রেনের আলোকচিত্রী Сергій Мірошник।ছবিটি সিসি বাই এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

চলছে প্রাকৃতিক ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০২৪ বাংলাদেশ। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার উদ্যোগে আয়োজিত বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক ছবি প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব এটি। এ পর্ব আয়োজিত হচ্ছে ‘প্রজেক্ট কড়িকাঠ’-এর উদ্যোগে। পেশাদার প্রকৃতিবিষয়ক আলোকচিত্রীদের পাশাপাশি শখের ফটোগ্রাফাররাও এতে অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও আরও ৫০টি দেশের প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতাটি শুরু হয়েছে চলতি বছরের ১ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।  

‘উইকি লাভস আর্থ’ বিশ্বের অন্যতম বড় প্রকৃতিবিষয়ক ছবি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা প্রথম শুরু হয় ইউক্রেনে, ২০১২ সালে। পরে ধীরে ধীরে এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে প্রথমে জাতীয় পর্যায়ে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। সেই বাছাইকৃত ছবি পরে আন্তর্জাতিক পর্যায়ে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হয়।

এ বছর বাংলাদেশ থেকে জমা পড়া ছবিগুলোর একটি। ছবিটি পদ্মা নদীর, তুলেছেন আসকার ইবনে ফিরোজ।
ছবিটি সিসি বাই এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

শুধু তাই নয়, প্রতিযোগিতার জন্য ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আপলোড করা হয় উইকিমিডিয়া কমন্সে। এই উইকিমিডিয়া কমন্স থেকেই পৃথিবীর ৩২০টির বেশি ভাষার উইকিপিডিয়া এবং এর সহপ্রকল্পগুলোতে ছবি ব্যবহৃত হয়। অর্থাৎ, প্রতিযোগিতার জন্য জমা দেওয়া ছবি পুরস্কার না পেলেও প্রাসঙ্গিক ছবিগুলো ব্যবহৃত হতে পারে উইকিপিডিয়া এবং সহপ্রকল্পগুলোতে।

২০২৩ সালের প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ইউক্রেনের এক আলোকচিত্রীর ছবি। ২০২২ ও ২১ সালে বিজয়ী হয়েছিল পর্তুগাল। আর ২০২০ সালে বাংলাদেশের তৌহিদ বিপ্লবের ছবি আন্তর্জাতিকভাবে প্রথম হয়েছিল। বাংলাদেশের আলোকচিত্রীরা যে কোনোদিক থেকেই কম নন, এটি তারই প্রমাণ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের আলোকচিত্রীদের অনুপ্রেরণা যোগাবে বিষয়টি। এই অনুপ্রেরণা আরও ভালোভাবে অনুভব করতে পারবেন আরেকটি তথ্য জানলে। ২০২০ সালের পর গত তিন বছর নানা বাধার কারণে বাংলাদেশে এ প্রতিযোগিতা আয়োজিত হয়নি। সব বাধা কাটিয়ে এ বছর আবার শুরু করেছে এই প্রতিযোগিতার বাংলাদেশ সংস্করণ।

চলছে প্রাকৃতিক ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০২৪ বাংলাদেশ। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার উদ্যোগে আয়োজিত বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক ছবি প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব এটি। প্রতিযোগিতাটি শুরু হয়েছে চলতি বছরের ১ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।

এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমেই যেতে হবে এই লিংকে: https://w.wiki/9kAJ। এটি প্রতিযোগিতার মূল পাতা। এতে ‘লিস্ট’ অপশনে ক্লিক করলে বাংলাদেশের সংরক্ষিত প্রাকৃতিক এলাকাগুলোর একটি তালিকা পাওয়া যাবে। সেই তালিকার পাশে রয়েছে ‘আপলোড’ বাটন। এ বাটনে ক্লিক করে ওই নির্দিষ্ট এলাকার ছবি আপলোড করা যাবে। তবে আপনার কাছে যদি এমন কোনো সংরক্ষিত এলাকার ছবি থাকে যেটি তালিকায় নেই, আর আপনি মনে করেন এলাকাটি তালিকায় থাকা প্রয়োজন, তাহলে একটু ভিন্নভাবে আপলোড করতে হবে ছবি। সে ক্ষেত্রে ‘লিস্ট’ পাতার একদম ওপরে আলাদাভাবে যে ‘আপলোড’ বাটনটি রয়েছে, তাতে ক্লিক করে ছবি আপলোড করতে হবে। যত খুশি তত ছবি আপলোড করে যাবে। যেকোনো সময় তোলা ছবিই আপলোড করা যাবে এতে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনার বিস্তারিত রয়েছে মূল পাতায়। পাশাপাশি প্রতিযোগীদের সুবিধার কথা ভেবে সব নিয়মকানুনসহ আলাদা একটি বুকলেটও তৈরি করা হয়েছে। সেটা পাওয়া যাবে এই লিংকে: https://heyzine.com/flip-book/f241a29400.html

এ বছর জাতীয় পর্যায়ে ছবি বাছাই করবেন তিন বিচারক। তাঁরা হলেন, বাংলাদেশের মাহমুদুর রহমান চৌধুরী, স্পেনের ডিয়েগো ডেলসো এবং জার্মানির ম্যাটি ব্লুম।

এ ছবিটিতে একটু খেয়াল করলে একটি পেঁচা দেখা যাবে। এটি ইন্ডিয়ান স্কোপস আউল নামে চেনে পরিচিত। ছবিটি তুলেছেন রিদয় মুন।
ছবিটি সিসি বাই এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
থিবীর ৮টি দেশের ১২টির বেশি ভাষার মানুষ প্রজেক্ট কড়িকাঠের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। তবে এ সংগঠনে বাংলাদেশের সদস্যই সবচেয়ে বেশি। ২০২২ সালে যাত্রা শুরু তাদের।

শুধু এ বছর নয়, ভবিষ্যতেও এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব আয়োজন করবে প্রজেক্ট কড়িকাঠ। শুধু এটিই নয়, একইরকম আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘উইকি লাভস ফোকলোর’-এর বাংলাদেশ পর্বও তারা আয়োজন করে। প্রজেক্ট কড়িকাঠ বাংলাদেশের যেসব ছবি, অডিও বা ভিডিও উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোতে নেই, সেগুলো সংগ্রহ করে। পাশাপাশি আয়োজন করে উইকি লাভস আর্থের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা। পৃথিবীর ৮টি দেশের ১২টির বেশি ভাষার মানুষ প্রজেক্ট কড়িকাঠের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। তবে এ সংগঠনে বাংলাদেশের সদস্যই সবচেয়ে বেশি। ২০২২ সালে যাত্রা শুরু তাদের। ২০২৪ সালের মে পর্যন্ত প্রায় ৩৮ হাজার ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করেছে তারা। এ দলের বাংলাদেশি ও গ্রিক দুই সদস্যের আগামী আগস্ট মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক উইকিমিডিয়া সম্মেলনে প্রজেক্ট কড়িকাঠের প্রতিনিধিত্ব করবেন।

এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হতে গ্রহের কথা জানিয়ে মেইল করতে পারেন এই ঠিকানায় : [email protected]

এ আয়োজনের সঙ্গে ক্লাব পার্টনার হিসেবে রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ নেচার অ্যান্ড স্পেস ক্লাব, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ফটোগ্রাফিক সোসাইটি।