জীববিজ্ঞান অলিম্পিয়াডের বরিশাল ও রাজশাহী পর্বের তারিখ পরিবর্তন

খুলনা আঞ্চলিক পর্ব ২০২৪-এর বিজয়ীরাফাইল ছবি

জীববিজ্ঞান অলিম্পিয়াডের বরিশাল ও রাজশাহী আঞ্চলিক পর্বের তারিখ পরিবর্তন হয়েছে। অনিবার্য কারণে আগে উল্লেখিত ১৫ ও ১৬ মার্চ এ দুই অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে না। নতুন তারিখ অনুযায়ী দুটি আঞ্চলিক পর্বই অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ, শুক্রবার। তারিখ পরিবর্তন হলেও ভেন্যু অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বরিশাল পর্ব অনুষ্ঠিত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

এ ছাড়া আগের সূচী অনুযায়ী ১৬ মার্চ, শনিবার সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হবে বগুড়া আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড। এরপর ২৩ মার্চ, শনিবার চট্টগ্রাম ও কুমিল্লা আঞ্চলিক পর্বের মাধ্যমে শেষ হবে জীববিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হবে চট্টগ্রাম আঞ্চলিক পর্ব এবং কুমিল্লা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে কুমিল্লা জিলা স্কুলে। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা উত্তর ও খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

নতুন তারিখ অনুযায়ী দুটি আঞ্চলিক পর্বই অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ, শুক্রবার। তারিখ পরিবর্তন হলেও ভেন্যু অপরিবর্তিত থাকছে

শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশ নিচ্ছে—জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (নবম-দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ শ্রেণি)। পাশাপাশি যারা ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি এবং ২০ বছরের কম বয়সী বাংলাদেশি, তারা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।

আঞ্চলিক ও জাতীয়—এই দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে জীববিজ্ঞান অলিম্পিয়াড। আঞ্চলিক পর্বের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এ পর্বের বিজয়ীদের নিয়ে পরে অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব। এই পর্বে এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা হবে।

দেশব্যাপী মোট ১১টি আঞ্চলিক উৎসব শেষে রাজধানীতে আয়োজিত হবে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব। সেখান থেকে বিজয়ীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত হবে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল। নির্বাচিত এ দল আগামী ৭-১৪ জুলাই কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহয়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দেবে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকে: bdbo.org/reg