শুরু হলো গণিত অলিম্পিয়াডের নিবন্ধন

চলছে গণিত অলিম্পিয়াড (পরীক্ষা পর্ব)ফাইল ছবি

শুরু হতে যাচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ বছরের অলিম্পিয়াড আয়োজিত হবে অফলাইনে। অনলাইনে কোনো বাছাই হবে না। নিবন্ধন করে সরাসরি আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে আগ্রহীরা। কোনো জায়গায় পর্যাপ্ত আসন না থাকলে সেখানে কয়েক ধাপে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। মোট ৩০টি আঞ্চলিক উৎসব আয়োজিত হবে গণিত অলিম্পিয়াড ২০২৪-এ।

গণিত অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা না, এটা গণিতের উৎসব। শিক্ষার্থীরা গণিতের আনন্দটুকু যেন বুঝতে পারে, সে জন্যই এই উদ্যোগ।
— মুনির হাসান, সাধারণ সম্পাদক, গণিত অলিম্পিয়াড

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান)। বাংলা ও ইংরেজি—দুটি মাধ্যমের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

যারা গণিত অলিম্পিয়াডে অংশ নিতে চায়, তাদের পাঠ্যবইয়ের গণিত শিখে ফেলার পাশাপাশি সমীকরণের আনন্দটুকু অনুভব করতে হবে বলে জানান গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, ‘গণিত অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা না, এটা গণিতের উৎসব। শিক্ষার্থীরা গণিতের আনন্দটুকু যেন বুঝতে পারে, সে জন্যই এই উদ্যোগ। গণিতের ভীতি কাটিয়ে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গণে ভালো করছে। করোনার জন্য মাঝখানে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে, অনলাইনে আয়োজন করতে হয়েছে বাছাইপর্ব। এই সমস্যাগুলো আমরা অনেকাংশে কাটিয়ে উঠেছি। এ বছর আবার সব আয়োজন হবে অফলাইনে। আশা করি, আমাদের শিক্ষার্থীরা এবারে আরও ভালো করবে।’

শুরু হয়েছে গণিত উৎসবের নিবন্ধন; প্রথম আলোয় প্রকাশিত
ছবি: গণিত অলিম্পিয়াড কমিতি

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সহযোগিতায় গণিত অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, অফি‌সিয়াল ফেসবুক পেজ: facebook.com/BdMOC এবং গ্রুপে: facebook.com/groups/BdMOC।

গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: online.matholympiad.org.bd/