জিতে নিন লাখ টাকার পুরস্কার

বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ। এ কুইজের বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার পুরস্কার। মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় আয়োজিত এ কুইজ ছাপা হবে প্রথম আলোর ছাপা সংস্করণে। কবে ছাপা হবে, তা জানিয়ে দেওয়া হবে শিগগিরই।

মহাবিশ্বের নিয়ম মেনে সময় সামনে এগোচ্ছে। বিজ্ঞানচিন্তাও সেই সূত্র ধরে সাত পেরিয়ে পা রাখল আট বছরে। যাঁদের জন্য এত দূর আসা, সেই পাঠকদের জন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বিজ্ঞান কুইজ আয়োজন করছে বিজ্ঞানচিন্তা। কারণ, দিনটি পাঠকদের। এ কুইজ সবার জন্য উন্মুক্ত।

কুইজ উপলক্ষে থাকছে লাখ টাকার পুরস্কার। বইয়ের চেয়ে ভালো পুরস্কার আর কী হতে পারে! তাই পুরস্কার হিসেবে প্রতিযোগীদের জন্য থাকছে ১ লাখ টাকার বই। মোট ১০৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার ২০ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার ১২ হাজার টাকার বই, তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার বই, চতুর্থ পুরস্কার ৫ হাজার ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে ৩ হাজার টাকার বই। পাশাপাশি আরও ১০০ জনের প্রত্যেকে পাবেন ৫০০ টাকার বই পুরস্কার।

কুইজে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ’ কুপনটি কেটে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তার কার্যালয়ে। কুপনের নির্ধারিত অংশে লিখতে হবে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য। এ সব তথ্য যথাযথভাবে না লেখা হলে কুপনটি গ্রহণযোগ্য হবে না। কুইজে বিজয়ী নির্বাচন করা হবে দৈবচয়নের ভিত্তিতে। তবে এ ক্ষেত্রে বিজ্ঞানচিন্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অক্টোবর মাসের কত তারিখে কুইজ প্রকাশিত হবে, তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপে। তাই চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, ফেসবুক পেজগ্রুপে