চার আঞ্চলিক গণিত উৎসবের ফল প্রকাশ

গাজীপুর আঞ্চলিক উৎসবে শিক্ষার্থীদের একাংশ

রংপুর, কুষ্টিয়া, দিনাজপুর ও গাজীপুর আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

রংপুর আঞ্চলিক উৎসবের বিজয়ীদের তালিকা: Regional Result 2024 - BdMO Online (matholympiad.org.bd)

কুষ্টিয়া আঞ্চলিক উৎসবের বিজয়ীদের তালিকা: Regional Result 2024 - BdMO Online (matholympiad.org.bd)

গাজীপুর আঞ্চলিক উৎসবের বিজয়ীদের তালিকা: Regional Result 2024 - BdMO Online (matholympiad.org.bd)

দিনাজপুর আঞ্চলিক উৎসবের বিজয়ীদের তালিকা: Regional Result 2024 - BdMO Online (matholympiad.org.bd)

বর্তমানে চলছে ২২তম গণিত উৎসবের আঞ্চলিক পর্ব। এর আগে, ১৯ জানুয়ারি সারাদেশে অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব আয়োজিত হয়। সেখান থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে আয়োজিত হচ্ছে ১৮টি আঞ্চলিক গণিত উৎসব। ইতিমধ্যে ৪টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি কুষ্টিয়া ও রংপুরের আঞ্চলিক উৎসবের মাধ্যমে শুরু হয় আঞ্চলিক অলিম্পিয়াড। আর ২৭ জানুয়ারি আঞ্চলিক পর্ব আয়োজিত হয়েছে দিনাজপুর ও গাজীপুর। বাকি আঞ্চলিক উৎসবগুলোর সূচী নিচে দেখে নিন একনজরে—

২৯ জানুয়ারি: নারায়ণগঞ্জ

২ ফেব্রুয়ারি: ফরিদপুর ও চট্টগ্রাম

৩ ফেব্রুয়ারি: কুমিল্লা ও খুলনা

৯ ফেব্রুয়ারি: রাজশাহী ও ময়মনসিংহ

১০ ফেব্রুয়ারি: বগুড়া ও বরিশাল

১৭ ফেব্রুয়ারি: নরসিংদী ও যশোর

২৩ ফেব্রুয়ারি: ফেনী

সিলেট ও ঢাকার সূচী ও তথ্য পরে জানানো হবে।

গাজীপুর আঞ্চলিক উৎসবে শিক্ষার্থীদের একাংশ

অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান)। বাংলা ও ইংরেজি—দুটি মাধ্যমের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সহযোগিতায় গণিত অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, অফি‌সিয়াল ফেসবুক পেজ: facebook.com/BdMOC এবং গ্রুপে: facebook.com/groups/BdMOC