জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। দেশজুড়ে মোট ১০টি জেলা শহরে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াড। আগামী ৫ জুলাই, শুক্রবার চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে এ অলিম্পিয়াডের সূচনা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়।
তবে শুধু অনলাইনে নিবন্ধনকারী শিক্ষার্থীরাই এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে পরিচয়পত্র, কলম ও ক্যালকুলেটর। প্রাথমিক বাছাই পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ঢাকায় ৩ আগস্ট আয়োজিত হবে জাতীয় পর্ব। সেখান থেকে সিনিয়র ও জুনিয়র গ্রুপে ১৫ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হবে চার দিনের আবাসিক ক্যাম্প। ক্যাম্প শেষে সেরা ৫ প্রতিযোগী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্য, চলতি বছর আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বাংলাদেশের কক্সবাজারে। এতে ৫০টিরও বেশি দেশের প্রতিযোগী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানতে দেখুন: https://www.astronomybangla.com/olympiad2024/। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা রয়েছে এ লিংকে। পাশাপাশি প্রতিযোগীদের সুবিধার কথা ভেবে সব নিয়ম-কানুন এবং বিগত বছরের প্রশ্নও রয়েছে এই ওয়েবসাইটে।
এ অলিম্পিয়াড আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আয়োজনে সহযোগিতা করছে সিটি ব্যাংক, প্রথম আলো, ব্র্যাক ব্যাংক, লিঙ্ক-৩, টুরিজম বোর্ড, বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাস, শো অ্যান্ড টেল, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টেলিভিশন।