চট্টগ্রামে বিজ্ঞানে নোবেল নিয়ে বিজ্ঞান বক্তৃতা

নোবেল বিজয়ী ক্যাথারিন ক্যারিকো এবং ড্রু ওয়াইজম্যান

চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল নিয়ে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান বক্তৃতা। আগামী ২ ডিসেম্বর, শনিবার চট্টগ্রাম মিলনায়তনের থিয়েটার ইনস্টিটিউটে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। চিকিৎসাবিজ্ঞানে এবারের নোবেল পুরষ্কার প্রাপ্তি উদ্‌যাপন করতেই এই আয়োজন করা হয়েছে।

আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলোজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাহবুবুর রশীদ। প্যানেল আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাব ইন চার্জ ও অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান মো. জাকির হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জনিয়ারিং অ্যান্ড বায়োটেকোলজি বিভাগের অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। বক্তৃতায় সভাপতিত্ব করবেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধূরী। এ ছাড়া প্যানেল সঞ্চালক হিসেবে থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন মুন্না ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান।

নোবেলে বিজ্ঞান বক্তৃতার পোষ্টার

চট্টগ্রামের সাতটি বিজ্ঞান সংগঠনের যৌথ উদ্যোগে এই বক্তৃতা আয়োজিত হচ্ছে। সংগঠনগুলো হলো দৃষ্টি চট্টগ্রাম, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, এনওয়াইবিবি নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ, হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাব, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব ও প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। আয়োজনে সহযোগিতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।