বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

প্রতীকী ছবি

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই অলিম্পিয়াড। এতে অংশগ্রহণের জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় উত্সাহী করতে এ অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে।

আয়োজকরা জানায়, বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হলে প্রথমে নিবন্ধন করতে হবে অনলাইনে। এরপর নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে ৩ মে, শুক্রবার আয়োজিত হবে অনলাইন পাইথন প্রোগ্রমিং টেস্ট। এতে শুধু পাইথন দিয়েই সমস্যা সমাধান করা যাবে। অষ্টম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। এই পর্বে ভালো করলে খুলবে জাতীয় পর্বের দরজা। এ পরীক্ষার মাধ্যমে পাইথনের দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে। এ আয়োজন অনুষ্ঠিত হবে toph.co নামের বাংলাদেশি একটি অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট প্ল্যাটফর্মে। নিবন্ধনের জন্য অবশ্যই আগে এই ওয়েবসাইটে একাউন্ট থাকতে হবে।

এরপর আগামী ৭-৯ মে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে অনলাইন গ্রুমিং। ১১ মে অফলাইন কন্টেস্ট অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আগামী ১৮-২০ মে ক্যাম্প এবং আন্তর্জাতিক টিম সিলেকশন টেস্ট আয়োজিত হবে। ক্যাম্পে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের পারফরমেন্স ও তাদের বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে দল ঠিক করা হবে। এই দলটি ৯–১৫ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

প্রথমবার আয়োজিত এই অলিম্পিয়াডে ৩টি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং ও কম্পিউটার ভিশন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে একটি সায়েন্টিফিক এবং একটি প্র্যাকটিক্যাল রাউন্ডে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

এ ব্যাপারে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘মে মাসের মধ্যে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। বাংলাদেশ পর্বের এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হলে পাইথন ব্যবহার করে এআইয়ের কিছু কাজ করতে পারতে হবে।’

বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। নিবন্ধন লিংকhttps://festive.rocks/e/bdaioprelims24। বিস্তারিত জানতে দেখুন: facebook.com/BdAIOlympiad/ অথবা bdaio.org