আয়োজিত হলো প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব

প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শনী

আয়োজিত হলো প্রথম এসএন বোস ন্যশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫। গত ২৪-২৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত হয় দুই দিনের এই ফেস্টিভ্যাল।

২৪ মে, শনিবার এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেসের এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক আবদুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনামুল হক।

প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসবের উদ্বোধন

এ উৎসবে দেশের ২০টির বেশি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে সায়েন্স অলিম্পিয়াড ও স্নাতক পর্যায়ে আইটি হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সায়েন্স অলিম্পিয়াড, আইটি হ্যাকাথন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, ইনোভেশন প্রদর্শনী, সাধারণ বিজ্ঞান কুইজ, ওপেন রেটেড দাবা প্রতিযোগিতা এবং রুবিক্স কিউবের মতো প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন। আট সেগমেন্টে বিজয়ীরা মোট ৫ লাখ টাকার প্রাইজমানি পুরস্কার পান।

প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসবে দাদা প্রতিযোগিতা

এর আগে ২২-২৩ মে অনলাইনে স্নাতক পর্যায়ের আইটি হ্যাকাথনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ২৪ মে সকাল ১০টা থেকে সম্পন্ন হয় বাকি ইভেন্টগুলোর প্রাথমিক বাছাই প্রক্রিয়া। আর সবশেষ ২৫ মে সমাপনী অনুষ্ঠানে সশরীরে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যালে আরও ছিল বিজ্ঞানবিষয়ক টক শো। এসব টক শোতে ক্রিপ্টোকারেন্সি, জিওপলিটিক্যাল অ্যালায়েন্স ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

২৫ মে সন্ধ্যায় আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের পরিচালক অধ্যাপক আমিনুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন প্রমুখ।

প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসবে বইয়ের স্টল

অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত প্রথম বিজ্ঞান উৎসব এটি। বিজ্ঞান নিয়ে কাজ করা দেশের বড় প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিয়েছে। আমাদের সন্তানদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার।’

 ‘বিজ্ঞান আড্ডা’র সঙ্গে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজন করেছে। আয়োজনে সহায়তা করেছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি চেজ ক্লাব এবং ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি।