আজ ২ নভেম্বর, শনিবার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, বাংলাদেশের। রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে উদ্যাপিত এই ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ ও এর সহযোগী স্কুল ও প্রতিষ্ঠান এবং বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে। এই উৎসবের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’। এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানও আয়োজিত হবে একই দিন।
১ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবের এ বছরের প্রতিপাদ্য, ‘নেট জিরো এবং সার্কুলার ইকোনমি’। এ উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে অফলাইন ও অনলাইন—দুভাবেই। এর মধ্যে ৬টি চলচ্চিত্র বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারেন। (ফিল্ম দেখুন: www.goethe.de/sff24bd।)
আজ সকালে প্রথমেই আয়োজিত হবে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজের লিখিত প্রতিযোগিতা। এ পর্বে বিজ্ঞান কুইজের অনলাইন পর্বের নির্বাচিত বিজয়ীরা অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিতরা অংশ নেবেন মৌখিক কুইজে। এভাবে নির্বাচিত সেরাদের সেরা, দুই লেভেল বা বিভাগের প্রথম তিনজন এবং সেরারা পাবেন বিশেষ পুরস্কার। থাকলে লাখ টাকার টেলিস্কোপ, গ্যোটে গুডিজ, বিজ্ঞাচিন্তাসহ আরও অনেক কিছু।
দুপুর তিনটা থেকে শুরু হবে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, বাংলাদেশের উদ্বোধনী পর্ব। এ পর্বে বাংলাদেশে জার্মান অ্যাম্বাসি ঢাকার কালচারাল অ্যাটাশে সিল্ক শিমার (Silke Schmeer), গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভের্নার (Frank Warnar) ও অন্য অতিথিরা বক্তৃতা দেবেন। পাশাপাশি রয়েছে শর্টফিল্ম প্রদর্শনী, বিজ্ঞান কুইজের সেরাদের সেরা নির্বাচনী পর্ব, ইনভেন্টরস পাপেটের পাপেট শো এবং রাজীব বসাকের জাদু। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জলের গান। সুরে-লয়ে মঞ্চ মাতাবে তারা।
সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল একটি আন্তর্জাতিক উদ্যাপন। দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে লোকাল পার্টনার বা সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক চলচ্চিত্রের মাধ্যমে সমসাময়িক বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। ২০০৫ সালে প্রথম উদ্যাপিত হয় এটি। তারপর থেকে এর পরিসর ও জনপ্রিয়তা বেড়েছে অনেকখানি। আজ এটি বিশ্বের অন্যতম বড় আয়োজন। চলতি বছর স্টেম (STEM) ক্ষেত্রের সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সামনে নিয়ে আসা, বৈচিত্র্য ও অন্তর্ভূক্তির বিষয়গুলোতে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আয়োজিত হচ্ছে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। বাংলাদেশে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ ১০টি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এ উদ্যাপন করছে।
অনলাইন প্রদর্শনী ব্যবস্থার পাশাপাশি স্থানীয় সহযোগীরা নির্বাচিত কিছু স্থানে এসব চলচ্চিত্র দেখাবে। ডিসেম্বর মাসে আয়োজিত হবে অনলাইন কর্মশালা। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের নিয়ে কর্মশালা, বিজ্ঞানবিষয়ক আলোচনা অনুষ্ঠানসহ আরও নানা আয়োজন রয়েছে এতে। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ।
গত ১৫ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হয় এ কুইজের অনলাইন পর্ব। শেষ হয় ২৫ অক্টোবর, শুক্রবার। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা দুটি বিভাগে ভাগ হয়ে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা (৭ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা) অংশ নিয়েছে লেভেল ১-এ। আর ১৯ থেকে ২৪ বছর বয়সীরা (বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা) লেভেল ২-এ অংশ নিয়েছে। এতে প্রাথমিকভাবে দুই লেভেল থেকে মোট ১০০ জন নির্বাচন করা হয়েছে। প্রতি লেভেল থেকে নির্বাচিত হয়েছেন ৫০ জন। এ ছাড়াও বিশেষ বিবেচনায় প্রতি লেভেল থেকে আরও ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। তাঁরা আজ বিজ্ঞান কুইজের জাতীয় পর্বে অংশ নেবে।
সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর লোকাল পার্টনার হিসেবে আরও আছে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), কিশোর বাতায়ন (কানেক্ট), আলোকিত হৃদয় ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, নেটজ বাংলাদেশ, পাশ-স্কুলস: পার্টনারস ফর দ্য ফিউচার, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস) এবং মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ইন চিটাগং।