আন্তর্জাতিক রোবোসাব প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ব্র্যাকইউ ডুবুরি দলের সদস্যরাসংগৃহীত

২৬তম আন্তর্জাতিক রোবোসাব প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিম ব্র্যাকইউ ডুবুরি এ অর্জন করেছে। রোবোসাব ২০২৩ প্রতিযোগিতাটির এবারের আসর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ৩১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট, রোববার চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয় এ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্ব শেষে রোববার ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ, কানাডা, ভারত, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র—এই পাঁচ দেশের মোট ৩৪টি দল অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়।

এবারের ‘ব্র্যাকইউ ডুবুরি’ দলটি গঠিত হয়েছে ১০ সদস্য নিয়ে। দলনেতা এ টি এম মাসুম বিল্লাহ, সহকারী দলনেতা মো. মাহফুজ হক সৌরভ, মেশিন ভিশন বিভাগের সহদলনেতা শাওনাক শাহরিয়ার; সেন্সর অ্যান্ড সার্কিট বিভাগের সহদলনেতা নাজমুল হক ওমি, কন্ট্রোল ও কমিউনিকেশন বিভাগের সহদলনেতা এস এম মাইনুর করিম, আউটরিচ অ্যান্ড ডিজাইন বিভাগের সহদলনেতা উমামা তাসনুভা আজিজ, পেপার রাইটিং বিভাগের সহদলনেতা সামিয়া আব্দুল্লাহ প্রাপ্তি, অপারেশন বিভাগের সহদলনেতা পার্থ প্রতিম সরকার, মেকানিক্যাল বিভাগের প্রধান আহমেদ মাহদী উদ্দীন এবং আউটরিচ অ্যান্ড ডিজাইন বিভাগের প্রধান সৌমিক হাসান শ্রান্ত।

দলটির উপদেষ্টা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. খলিলুর রহমান, সফটওয়্যার প্রকৌশলী ও ব্র্যাকইউ ডুবুরি দলের প্রতিষ্ঠাতা আদনান সাব্বির, ব্র্যাকইউ ডুবুরির সহউপদেষ্টা মো. মোজাম্মেল হক সৌরভ এবং প্রকল্প ব্যবস্থাপক সায়ান্তন রায় ও নাইম হাসান সৈকত।

টিম ব্র্যাকইউ ডুবুরি
সংগৃহীত

রোবোসাব হলো আধুনিক ডুবোজান তৈরির একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে পানির নিচে অনুসন্ধানের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ ও সেসবের সমাধান খুঁজে বের করেন পৃথিবীর নানা প্রান্তের শিক্ষার্থীরা। মূলত কলেজ ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে সাগরতলের অভিযান, মানচিত্র তৈরি, পানির নিচের বস্তু শনাক্ত ও প্রভাবিত করা, পাইপ লাইন শনাক্ত ও ট্র্যাংকিং ইত্যাদি।

ব্র্যাকইউ ডুবুরি দলটি তাঁদের নির্মিত স্বয়ংক্রিয় ডুবোজান (AUV) ‘ডুবুরি ৪.০’ নিয়ে অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। ৩৪টি দলের মধ্যে যাচাই-বাছাই, সেমিফাইনাল শেষে রোববার অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে দলটি দ্বিতীয় স্থান (ফার্স্ট রানার আপ) অর্জন করে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী দক্ষতার জন্য ‘ইনজেনুইটি স্পেশাল অ্যাওয়ার্ড’ নামের বিশেষ আরেকটি পুরষ্কার জিতে নেয় দলটি।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: রোবোসাব, ব্র্যাক ডুবুরি