নটর ডেম ইনফরমেশন টেকনোলজি ক্লাব আয়োজন করছে প্রযুক্তি উৎসব। আগামী ৮-১০ মে রাজধানীর মতিঝিলের নটর ডেম কলেজ প্রাঙ্গণে আয়োজিত হবে এই উৎসব। এতে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে নানা ধরনের ইভেন্ট। যেমন অলিম্পিয়াড, কনটেন্ট ক্রিয়েশন সেগমেন্ট, প্রজেক্ট প্রদর্শনী, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং কনটেস্ট, রোবটিকস প্রতিযোগিতা, গেমিং টুর্নামেন্ট, ওয়েব পেজ ডিজাইনিং, ফটোগ্রাফি চ্যালেঞ্জসহ আরও অনেক কিছু।
এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো সিকাডা ৩৩০১। এটি একটি ট্রেজার হান্ট ইভেন্ট। এছাড়া আছে স্কুইড গেম। এই গেমে ছোট ছোট খেলার সমন্বয়ে আয়োজিত হবে একটা বড় ইভেন্ট। টাইপ রেসিংয়ে থাকবে দ্রুত টাইপ করার প্রতিযোগিতা। আর টেক কুইজে দেখা যাবে কার প্রযুক্তিগত জ্ঞান কতটা গভীর।
এই আয়োজনের গোল্ড স্পন্সর স্কয়ার গ্রুপ, আইসক্রিম পার্টনার সেভয়, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক ও আমাদের সময়, কানেক্টেভিটি পার্টনার অ্যাম্বার আইটি, টিভি মিডিয়া পার্টনার এখন টিভি, এন্টারটেইনমেন্ট পার্টনার টগি ফান ওয়ার্ল্ড, রেডিও পার্টনার ঢাকা এফএম ৯০.৪ ও রেডিও কার্নিভাল, প্রমোশনাল পার্টনার দ্য ইনকুয়েস্ট, ব্যাংকিং পার্টনার আইএফআইসি ব্যাংক, রোবটিক পার্টনার রোবোডেমি, স্ন্যাকস পার্টনার ট্রান্সকম এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা।
এই ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।