সম্মাননা পেলেন লাফিফা জামাল

বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।

১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে 'গার্লস ইন আইসিটি ডে ২০২২' উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে লাফিফা জামালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। দেশের তথ্যপ্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

লাফিফা জামালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম

লাফিফা জামাল ছাড়াও বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা পেয়েছেন সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডির)-এর প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আনিকা রহমান ও স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিএস) নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান, পিএএ। আরও উপস্থিত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি-এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পরিচালক ডেনিস ও প্রায়ান।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসএবিলিটি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সাথে যৌথভাবে 'গার্লস ইন আইসিটি ডে ২০২২' আয়োজন করে।