পর্দা নামলো রাজশাহী সায়েন্স ফিয়েস্টার

শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত ষষ্ঠ সায়েন্স ফিয়েস্টা। ২৫ সেপ্টেম্বর, রোববার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন শেষ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেফারেন্স ফর কেমিক্যাল মেজারমেন্টসের চিফ সায়েন্টিফিক অফিসার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ড. মালা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন জালাল উদ্দিন সরকার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ডেপুটি ডিসপ্লে অফিসার সৈকত সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী।

প্রজেক্ট বিচার করছেন একজন শিক্ষক
ওয়াল ম্যাগাজিন

প্রধান অতিথির বক্তব্যে মালা খান বলেন, ‘আমরা সবাই বিজ্ঞানী। রান্নার সময় মা চিন্তা করেন শর্করা, প্রোটিন ও ভিটামিনের চাহিদা মেটানোর। সে হিসাবে সবাই বিজ্ঞান নিয়ে ভাবে এবং কাজ করে। সবকিছুর মধ্যেই আছে বিজ্ঞান। বিজ্ঞানমনস্ক হতে বিজ্ঞানের শিক্ষার্থী হতে হয় না। কলা ও বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাও করতে পারে বিজ্ঞানচর্চা। এটা সবার জন্য উন্মুক্ত।’

বিশেষ অতিথি তারিকুল হাসান বলেন, ‘সরকার ভিশন ২০৪১ নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ভিশন পূরণ করার জন্য বিজ্ঞানের বিকল্প নেই। বিজ্ঞানকে আমাদের গভীরভাবে দেখতে হবে, পড়তে হবে। বের হয়ে আসতে হবে মুখস্থ বিদ্যা থেকে।’

ফিয়েস্টার সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান। উনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এবং সাংগঠনিক সম্পাদক নাজনীন আরা নিশু।

চলছে প্রজেক্ট শো

এবারের বিজ্ঞান মেলায় দশটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল প্রজেক্ট শো প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, রুবিক্স'স কিউব, পেইন্টিং কম্পিটিশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন।

বিজয়ীদের মধ্যে থেকে প্রথম তিনজনকে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং টি-শার্ট। এছাড়া চ্যাম্পিয়ানদের দেওয়া হয় প্রাইজমানি।

বিজয়ীদের দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং টি-শার্ট
মুভি শো-তে অংশগ্রহণ করেছেন দর্শকেরা

এছাড়াও সবার জন্য উন্মুক্ত ছিল স্টার ভিজুয়ালাইজেশন, 3D, 4D, 6D এবং 9D মুভি শো এবং স্টেজ সায়েন্স শো। দুদিনব্যাপী এই আয়োজনে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এবারের সায়েন্স ফিয়েস্টায় সহযোগিতায় ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ইএমকে সেন্টার এবং চিরকুট স্মার্ট শপিং। এসোসিয়েট পার্টনার হিসাবে ছিল দৈনিক প্রথম আলো। পাবলিকেশন পার্টনার হিসাবে ছিল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এবং ম্যাগাজিন পার্টনার দেশের বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা