শুরু হচ্ছে দেশীয় গবেষণা ও ক্যারিয়ার উৎসব

শুরু হচ্ছে দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব ২০২২। আগামী ৩ সেপ্টেম্বর, শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে এ উৎসব। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

উৎসব জুড়ে থাকছে বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী, বিজ্ঞান ক্লাব সম্মেলন, বাংলাদেশে গবেষণা বিষয়ক আলোচনা সভা, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং বিশেষ আকর্ষণ হিসেবে রাতে থাকছে আকাশ পর্যবেক্ষণ। স্টল প্রদর্শনী ও আকাশ পর্যবেক্ষণ সকল অতিথি ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উৎসবের প্রদর্শনীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, ব্যানসড়ক, বাংলাদেশ পানিসম্পদ উন্নয়ন বোর্ড, ন্যাশনাল ওশানোগ্রাফিক এন্ড মেরিটাইম ইনস্টিটিউট, বিসিএসআইআর, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, আইদেশি, ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট, ইনভেন্ট, রেড গ্রিন রিসার্চ সেন্টার, সিরাস্ট, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং মলিকিউলার বায়োলজি ল্যাবের প্রতিনিধরা নিজ নিজ স্টলে উপস্থিত থাকবেন। এছাড়া বিজ্ঞান ক্লাব সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় বিজ্ঞান সংস্থাগুলোর প্রতিনিধিরা যোগদান করবেন।

উৎসবটি উদ্বোধন হবে শনিবার সকাল ১০টায়। রাত ৮ টায় আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। দিনব্যাপি এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক। এছাড়াও আলোচনা সভায় বক্তা হিসেবে থাকবেন গবেষক ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানী। দেশের বর্তমান গবেষণা পরিস্থিতি, অগ্রগতি, গবেষণার বিভিন্ন ক্ষেত্র ও সম্ভাবনা উঠে আসবে আলোচনায়।

এ আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করে তোলার লক্ষ্যে বরাবরই নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে—ডিইউএসএস। দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও অনেক শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত নয়। তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিতে ২০১৮ সাল থেকে এ উৎসব আয়োজন করছে ডিইউএসএস।