শুরু হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড

শিগগির শুরু হতে যাচ্ছে পঞ্চম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। আগামী ২৫-২৬ অক্টোবর অফলাইনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব।

দেশের যে কোনো শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। বয়স হিসাব করে দুটি গ্রুপে ভাগ করা হবে শিক্ষার্থীদের। ২০০৪-২০০৯ সালের মধ্যে জন্মগ্রহণ করলে চ্যালেঞ্জ গ্রুপ এবং ২০১০-২০১৫ সালের মধ্যে জন্মগ্রহণ করলে জুনিয়র গ্রুপ।

মোট ছয়টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এ অলিম্পিয়াডে। রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিকাল কম্পিউটিং, রোবটিকস একক কুইজ ও রোবটিকস দলীয় কুইজ। নিজের পছন্দ মতো সব ক্যাটাগরিতেই অংশগ্রহণ করা যাবে। তবে রোবট অলিম্পিয়াডের মূল থিম 'স্মার্ট সিটির' আলোকে বানাতে হবে রোবট।

রোবট গ্যাদারিংয়ে অংশগ্রহণ করা যাবে এককভাবে। রোবট ইন মুভি ক্যাটাগরিতে দলীয়ভাবে সর্বোচ্চ অংশ নেওয়া যাবে ৩ জন। এ ক্যাটাগরিতে মূল থিমের ওপর ভিত্তি করে ২ মিনিটের মুভি বানাতে হবে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতেও সর্বোচ্চ ৩ জন একসঙ্গে অংশগ্রহণ করতে পারবে। ফিজিকাল কম্পিউটিং প্রতিযোগিতায় একসঙ্গে অংশগ্রহণ করতে পারবে ২ জন শিক্ষার্থী।

পঞ্চম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

বিস্তারিত জানা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে। (https://bdro.org)।