আজ ফিজিক্স অলিম্পিয়াডের সিলেট ও চট্টগ্রাম আঞ্চলিক পর্ব

ছবি: দীপু মালাকার

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের সিলেট ও চট্ট্রগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আজ ২৫ ফেব্রুয়ারি, শনিবার। সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত হবে সিলেট ফিজিক্স অলিম্পিয়াড। চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত।

আর ফয়’স লেকে আয়োজিত হবে চট্টগ্রাম উৎসব। চট্টগ্রাম পর্বের আয়োজনে সহযোগিতা করবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে চট্টগ্রামের এই আয়োজন। দিনব্যাপী চলা এই আয়োজনে অলিম্পিয়াডের পাশাপাশি থাকবে বিজ্ঞান বক্তৃতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, ৫টি ফ্রি রাইড, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো-সহ আরও নানা কিছু।

শুধু অনলাইন বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা সিলেট ও চট্টগ্রামের ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।

১৩তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা রয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে। অনলাইন বাছাইপর্ব শেষে সিলেট অঞ্চলে চার ক্যাটাগরিতে মোট ৪৫৪ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘এ’ ক্যাটাগরির ৩১ জন, ‘বি’ ক্যাটাগরির ৬৯ জন, ‘সি’ ক্যাটাগরির ২২৯ জন এবং ‘ডি’ ক্যাটাগরির ১২৫ জন। আর অনলাইন বাছাইপর্ব শেষে চট্টগ্রাম অঞ্চলে চার ক্যাটাগরিতে মোট ১০১১ জনকে বাছাই করা হয়। এর মধ্যে ‘এ’ক্যাটাগরিতে রয়েছে ৫৯ জন, ‘বি’ক্যাটাগরির ১৬২ জন, ‘সি’ক্যাটাগরির ৫৭৩ জন এবং ‘ডি’ক্যাটাগরিতে রয়েছে ২১৭ জন।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। বাছাইপর্বের নির্বাচিতদের নিয়ে আয়োজিত হচ্ছে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড। এ পর্ব আয়োজিত হচ্ছে অফলাইনে, বিভিন্ন আঞ্চলিক ভেন্যুতে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। পরে জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ইতিমধ্যে শেষ হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা, যশোর, বরিশাল, দিনাজপুর, রাজশাহী ও ময়মনসিংহ আঞ্চলিক পর্ব। নির্বাচিত এ শিক্ষার্থীরা অংশ নেবে ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে।

এর আগে, গত ২০ ও ২১ জানুয়ারি ফিজিক্স অলিম্পিয়াডে নিবন্ধিত শিক্ষার্থীরা অনলাইনে বাছাইপর্বে অংশগ্রহণ করে। সারা দেশের প্রায় ৯ হাজার শিক্ষার্থী থেকে বাছাইপর্বে ৪ হাজার ৬৩৮ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই শিক্ষার্থীরা ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করছে। ফিজিক্স অলিম্পিয়াড ও আঞ্চলিক পর্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে bdpho.org ওয়েবসাইটে।

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।

দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা