পর্দা নামল জাতীয় গণিত উৎসবের

২২তম ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব শেষ হলো। ২ মার্চ, শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পর্দা নামে দুই দিনের এই গণিতের মহাযজ্ঞের।

উৎসবের দ্বিতীয় দিন, ২ মার্চ, শনিবার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণিত উৎসব। এরপর গতকালের রুবিকস কিউবে যাঁরা ফাইনালে পৌঁছায়, তাঁদের নিয়ে আয়োজিত হয় রুবিকস কিউবের ফাইনাল পর্ব। একে একে আয়োজিত হয় দেশের গান ও গণিতের পট। সব শেষে মঞ্চ মাতায় বিটমোসফিয়ার। পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় ২০২৪ সালের গণিত উৎসব।

এর আগে, ১ মার্চ, শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় গণিত উৎসব। তবে বেইলি রোডের মর্মান্তিক দুর্ঘটনায় আবহ ছিল শোকের। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব। উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। উৎসব উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা।

১ মার্চ গণিত উৎসবের জাতীয় পর্বের উদ্বোধন হয়
আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ৩৫০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বাথ শহরে অনুষ্ঠেয় ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।

সকাল আটটা থেকে উৎসবস্থলে অঞ্চলভিত্তিক বুথে শুরু হয় আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। উদ্বোধনী পর্বের পর শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হয়ে সুডোকু ও রুবিকস কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও আয়োজন করার কথা থাকলেও বেইলি রোডের দুর্ঘটনার কারণে অনুষ্ঠানসূচী পরিবর্তন করা হয়। শুধু প্রশ্নোত্তর পর্বের পর ইতি টানা হয় প্রথম দিনের গণিত উৎসবের।

গত জানুয়ারিতে সারা দেশের নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন বাছাইয়ের পর বিজয়ীদের নিয়ে ১৮টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ৩৫০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বাথ শহরে অনুষ্ঠেয় ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।

গণিত উৎসবের জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে

গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। এ ছাড়া প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসব আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ২০০৩ সাল থেকে আয়োজিত হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এবারও একই উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে গণিত উৎসব ২০২৪।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট—matholympiad.org.bd এবং অফিসিয়াল ফেসবুক পেজ— facebook.com/BdMOC-এ।